![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
আউলা-ঝাউলা চুল
-------------------- ড রমিত আজাদ
আউলা-ঝাউলা চুল, তোমার আউলা-ঝাউলা চুল,
সেই চুলেরই খোপায় তুমি রাখছো জবার ফুল।
মিষ্টি-মধুর মুখ, তোমার মিষ্টি-মধুর মুখ,
ঐ মুখে চাইয়া আমি পাই যে মনে সুখ।
বাঁকা দুইটা চউখ, তোমার বাঁকা দুইটা চউখ,
ঐ দুই চউখে আমার পরাণ পইড়া রউখ।
মিঠা মিঠা হাসি, তোমার মিঠা মিঠা হাসি,
ঐ হাসিরই জালে পইড়া তোমায় ভালোবাসি।
কুসুম কুসুম হাত, তোমার কুসুম কুসুম হাত,
ঐ হাত তুইলা মুখে খাইবো আমি ভাত।
এই অধমের দিকে তুমি একবার চাইয়া দেখো,
তোমার প্রেমের সোহাগ দিয়া জীবন ভইরা রাখো।
০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ। ঈদ মোবারক!
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ++++++
ভালো থাকবেন