নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি মানে

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ২:৪৮

স্মৃতি মানে
------------ ড রমিত আজাদ

স্মৃতি মানে যা ভোলা যায়না,
স্মৃতি মানে যা বার বার মনে পড়ে,
স্মৃতি মানে যত না আনন্দ
তার চাইতে অনেক বেশী দুঃখ।


স্মৃতি মানে হারানো পৃথিবী,
স্মৃতি মানে অশ্রু ও কান্না।


স্মৃতি মানে বিমর্ষতা,
স্মৃতি মানে বিষন্নতা,
স্মৃতি মানে কাতরতা,
স্মৃতি মানে স্বপ্নকথা,
স্মৃতি মানে না ফেরার দেশ,
স্মৃতি মানে ফেলে আসা সুখের রেশ।


স্মৃতি মানে হৃদয়ের ঝড়,
স্মৃতি মানে বাষ্পরুদ্ধ কন্ঠস্বর,
স্মৃতি মানে বুকচাপা ক্ষোভ,
স্মৃতি মানে অসমাপ্ত নাটক,
স্মৃতি মানে দমকা হাওয়া,
স্মৃতি মানে একটি ঘুঁড়ির হঠাৎ কেটে যাওয়া ,
স্মৃতি মানে অঝোর ধারায় বৃষ্টি
স্মৃতি মানে অজস্র নির্ঘুম রাত্রী।

স্মৃতি মানে টেলিফোনের দিকে বৃথাই চেয়ে থাকা
যেখানে আর রিংটোন বাজবে না,
স্মৃতি মানে ই-মেইল, ফেইসবুক খুলে
বারবার হতাশ হওয়া।

স্মৃতি মানে কিছু উজ্জ্বল দুপুরের উদাস হয়ে যাওয়া,
স্মৃতি মানে কিছু সোনালী বিকেলের বিষন্ন হয়ে যাওয়া,
স্মৃতি মানে কিছু জোছনা-মাখা রাতের ম্লান হয়ে যাওয়া,
স্মৃতি মানে মুহূর্তে হৃদয়ে ভীড় করা অজস্র কথামালা,
স্মৃতি মানে দগদগে ঘাঁ, স্মৃতি মানে হারানোর দুখ,
স্মৃতি মানে সেই সব সকাল-দুপুর-সন্ধ্যা-নিশির পটভূমিতে
কোন এক মুখ!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৯

এহসান সাবির বলেছেন: ভালো লাগল।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

ওয়্যারউলফ বলেছেন: স্মৃতি মানে"গোধূলী বিকেলে"
সোনালী দিনের জাবর কাটা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬

জাফরুল মবীন বলেছেন: বাহ স্মৃতি নিয়ে দারুণ কবিতা!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাল লাগল

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৯

কল্লোল পথিক বলেছেন: সত্যি অসাধারন,ভালো লাগলো।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৯

কল্লোল পথিক বলেছেন: সত্যি অসাধারন,ভালো লাগলো।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ দারুন লিখেছেন :)

ঈদের শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.