নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

তোমাকে বড় বেশী অবহেলা করে ফেলেছি

০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৪

তোমাকে বড় বেশী অবহেলা করে ফেলেছি
--------------------------- ড. রমিত আজাদ

তোমাকে বড় বেশী অবহেলা করে ফেলেছি প্রণরেনী,
সুর্যের উষ্ণতা যেমন মূল্যহীন মনে হয়,
কিংবা অথৈ সাগরের জল,
অথবা চারপাশের এই বিস্তৃত বায়ুমন্ডল,
সারাক্ষণ নির্বিঘ্নে টেনে চলা অক্সিজেন,
যার জন্য শোধ করতে হয়না একটি কানাকড়িও।

খুব সহজে যা পাওয়া যায়
সেটাই হয়ে যায় সস্তা,
সস্তা জনপ্রিয়তাকে যেমন করে অবহেলা করে
প্রতারক রাজনীতিবিদরা।

এতদিনে বুঝতে পারলাম
অবহেলা নয়,
আমি আসলে প্রতারণাই করেছি,
তোমার সাথে এবং সেই সাথে নিজের সাথেও।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: সময় গেলে সাধন হয় না , শুধুই আক্ষেপ :/

ভালো থাকবেন :)

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০১

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ অপূর্ণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.