নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

ঝিরিঝিরি হাওয়া হয়ে নেচেছি

০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

ঝিরিঝিরি হাওয়া হয়ে নেচেছি
-------------------- ড রমিত আজাদ

আমি তোমার গানে,
ঝিরিঝিরি হাওয়া হয়ে নেচেছি।
আমি তোমার সুরে,
চৈতালী মেঘ হয়ে ভেসেছি।


শুধু তুমি আছো বলে,
এই মন পাখা মেলে,
বাগিচার ফুলে ফুলে হেসেছে।
শুধু তুমি আছো বলে,
সন্ধ্যা-প্রদীপ জ্বেলে,
জ্বোনাকীরা ঝিলিমিলি জ্বলেছে।


আকাশের তারাগুলো,
দেয়ালী জ্বালিয়ে দিলো,
পূর্ণিমা চাঁদ হেসে,
রাতজাগা পাখী হয়ে জেগেছে।


কোলাহল থেমে গেলে,
অরূনিমা নীলাচলে,
সাত রঙে রংধনু
অপরূপ সাজে যেন সেজেছে।


আমি তোমার গানে,
ঝিরিঝিরি হাওয়া হয়ে নেচেছি।
আমি তোমার সুরে,
চৈতালী মেঘ হয়ে ভেসেছি।


(একটা গান লিখে ফেললাম। কেমন হয়েছে বলবেন)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

লীনা জািম্বল বলেছেন: ভাল লেগেছে কবিতাটি --------

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

লীনা জািম্বল বলেছেন: ভাল লেগেছে কবিতাটি --------

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৯

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
সুর করলে ভালোই হবে মনে হচ্ছে :)

ভালো থাকবেন :)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ।

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬

অন্ধবিন্দু বলেছেন:
সুর লাগান, রমিত। শুনে দেখি

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

রমিত বলেছেন: কোন সুরকারের সাথে পরিচয় নেই। এখন যদি কারো চিখে পড়ে ও সহৃদয় হয়ে সুর করেন!
আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.