নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার বধু নও কেন?

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫

তুমি আমার বধু নও কেন?
----------------------ড. রমিত আজাদ

বিচ্ছেদের সহস্র যোজন দূরত্ব থেকে, তোমাকে অবলোকন করার একমাত্র অবলম্বন
আকাশ-প্রযুক্তির মোহময় পটভুমিতে, প্রস্ফুটিত পদ্মের মতো ফুটে থাকা
তোমার ঐন্দ্রজালিক প্রভাচিত্রে কি এক দুর্নিবার পূর্ণিমার স্ফুরণ!
তোমার অসিক্ত বসনে সমুদ্রের উদ্বেল নীলাভ ঢেউয়ের কি এক অদ্ভুত আকর্ষণ !
এ যেন ঘন তমসার রহস্যময় রজনীতে গভীর ঘুম থেকে ডেকে তোলা
ডাকিনী নিশির মোহনী সম্মোহন!

তুমি সেই নারী, যাকে বাহুডোরে বেধে, দেহমনে রোমাঞ্চ জেগে, বহুবার তুলেছি ঝড়,
বিস্তৃত প্রশান্ত, জলধী অশান্ত, জোৎস্না মধুর মাধুরী মাখিয়ে স্বপনে বেধেছি ঘর,
রমনীয় নীলাকাশ, কমনীয় একরাশ পুষ্পরাজির সৌরভে ডানা মেলে,
নয়ন ভরে, দুচোখ জুড়ে, আঁখীর পলকে, পাখা মেলে দূরে, দেখেছি তোমার ছবি,
রঙের বাহারে, হৃদয় সাগরে, ছবির আসরে, সুরের বাসরে, বারংবার হতে চাই কবি।

জোয়ারে দোলানো সুখ, চির চেনা সেই মুখ, ছাড়িয়া আঙিনা গৃহ,
কাছ থেকে সরে, চলে গেলে দূরে, রেখে গেলে মন, নিয়ে গেলে দেহ।
আমি নীরবে তোমার মায়াগুলো বুকে ধরে, লিখে যাই কবিতা, লিখে যাই গান,
নেই সেই আশা, মৃত ভালোবাসা, স্মৃতির অতলে গভীর বরষা,
সুবর্ণ কনার আলপনা জুড়ে, বিবর্ণ দিনের মৃদু অভিমান।

তবুও তুমি আছো,
আমার কল্পনায় আছো, আমার কবিতায় আছো,
আমার গানে আছো, আমার প্রাণে আছো
ভগ্ন হৃদয়ের অলিন্দ জুড়ে আছো,
মলিন মনের আনন্দ হয়ে আছো।
বিথীকার নবসাজে আমার মনের রাণী যেন,
সেজেছ রূপসী, হয়েছ প্রেয়সী, বধু নও, শুধু বধু নও কেন?

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

সরদার হারুন বলেছেন: আমিও ভাবি সে আপনার সব তবু বধু নয় কে ন ?

হায়, সে যে-

সে যে প্রেমের বন্ধনে সাজিয়ে যতনে
কেয়ুর কঙ্কণে কুসুমে চন্দনে,
প্রাণের বন্ধনে গভীর প্রেমে,।

বিরহ বেদনায় মিলন সাধনায়
পেয়েছ তাহায় স্বর্ণলাতকায়,
অলক্ষ প্রেমের অমূল্য হেমে ।

অনেক দিন পরে আমার মন মত একটা লেখা পড়লাম। তাই আমার মতামত

কবিতার মধ্যে দিলেম ।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭

রমিত বলেছেন: খুব সুন্দর আপনার কবিতা!
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সজীব বলেছেন: :-< |-) |-)

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
রহস্য ! সে জ..টি..ল রহস্য !

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++ অসাধারণ ।


ভালো থাকবেন :)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাবনার ভাব । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.