নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

সেই তো আমার বধু

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫


সেই তো আমার বধু
-------------------- ড রমিত আজাদ

প্রাচীন প্রেমের ব্যাথা ভুলে যাকে বেঁধেছি জীবন ডোরে,
বিরহ অতীত সবকিছু ফেলে, তুলেছি বাসর ঘরে,
পুরাতন স্মৃতি আঁখিজলে ধুয়ে, নতুন স্বপনে পুলকিত হয়ে,
মনময়-প্রাণময় রয়ে, যে দিয়েছে আজ এ হৃদয় ছুঁয়ে,
সেই তো আমার বধু ।

যে বলেছে ঘুচে দেবে, পুরাতন যত ক্ষত,
ফেলে আসা দিন, বিনিদ্র নিশি, যা কিছু হয়েছে গত,
কাঁদনা-যাতনা, বিরহ-বেদনা, রমনা-কামনা ধুঁধুঁ,
সযতনে সব ঝেড়ে-মুছে ফেলে, মিলাবে ধুলিতে শুধু,
সেই তো আমার বধু ।

দু'জনে মিলিয়া আবার রচিব, নব সাধনার সাজ,
যুগল প্রেমের সলিলে ভাসিয়া, নব মিলনের লাজ,
যার হাসি আজ আবার তুলেছে, নতুন সুরের তাণ,
যার মধুস্বর আবার গেয়েছে, নতুন রাগের গান,
সেই তো আমার বধু ।

সেই সে কবেকার এলোচুল আর কবরীতে গাঁথা ফুল,
সেই সে কবেকার ভরা রোদ্দুর আর কর্ণে দোলানো দুল,
সেইসব বুঝি আজ ম্লান করে দেবে আমার নতুন প্রিয়া,
গৃহলক্ষীর বেশে, বলেছে আবেশে, আবার নাচাবে হিয়া,
সেই তো আমার বধু ।




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর ।

কেমন আছেন রমিত'দা ? :)

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

রাজিব বলেছেন: অনেক সুন্দর কবিতা। একদম অল্প কথার মধ্যে মিষ্টি অনুভূতি। এইচ এসসিতে পড়ার সময় হৈমন্তী গল্পের হৈমন্তী আর অপরাজিত উপন্যাসের অপর্ণা এই দুই নায়িকার মধ্যে যে বধুর রূপ দাগ কেটেছিল তা প্রায় ২২-২৩ বছর পরে এসেও রয়েছে। কবিতা খুব ভাল লেগেছে।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

তুষার কাব্য বলেছেন: দারুন লিখেছেন...শুভকামনা...

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.