নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

অবৈধ অর্থের যোগানদাতা

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

অবৈধ অর্থের যোগানদাতা
------------------ ড রমিত আজাদ

অবশেষে নিজের বিবেকটিকে বিক্রি করে দিলাম,
হৃদয়টিও বাদ থাকলো না,
তাহলে আর আবেগ, অনুভূতি, ভালোবাসা
এগুলোও সাথে রাখার প্রয়োজন কি?
দিলাম সব বেঁচে। এসবের বিনিময়ে
কিছু টাকা আসবে পকেটে,
ওগুলোই দামী বেশ!
এটা যে একবিংশ শতাব্দী!

এখন আর ওসবে ভুলিনা,
পক্ককেশ সন্যাসীর সম্মোহনী হাতছানি,
আমাকে আর পাগোল করেনা।
আমি এখন অর্থের পাগোল,
ওটা থাকলেই সব আছে,
পারিষদ থেকে প্রেমিকা পর্যন্ত
সবই কেনাবেঁচা হয়।

তাই আমি আমার সর্বস্ব বিকিয়ে দেই,
ঐ একজনার কাছে,
তিনি আমার,
অবৈধ অর্থের যোগানদাতা,
যার কুহকী অর্থ আমাকে অর্থময় করেছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++

শুভকামনা :)

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.