নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

পথের পাশে জীবন

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৯

পথের পাশে জীবন
---------------- ড রমিত আজাদ

পথের পাশেই জন্ম হলো,
পথের পাশেই বেড়ে ওঠা,
পথের পাশেই শিশুবেলা,
পথের পাশেই অসু কাটা।

পথের মতই এবড়ো-থেবড়ো
সেই আদমের জীবনের ধারা
পথের মতই এদিক-সেদিক
নিরুদ্দেশী ছন্নছাড়া।

তাদের সাথে সবাই মিলে
খেলছে কি এক নিঠুর খেলা!
কে খেলোয়াড়? নিসর্গদেব?
সমাজপতি? নীতিওয়ালা?

পথের পাশে পেটের দায়ে
ফুল কুড়িয়ে মালা বানায়,
ফুলের ভাগ্য তাদের তো নেই,
তাদের শ্রমে পরের দেহে,
শোভা বাড়ে, বাজে সাঁনাই।

নিত্য রূপে, নতুন ভবে,
ছয়টি ঋতু আসবে-যাবে,
পথের পাশে ভুবন ঘিরে,
একটি কেবল ঋতু রবে,
কাঠফাটা সে রৌদ্র যা হোক,
হাড়কাঁপানো শীতের দাপট,
সবই সমান পথের পাশে!
হোক সে পাকায়, হোক সে ঘাসে।

উন্নয়নের জোয়ার যে বয়,
স্বদেশ জুড়ে, বেশ-অতিশয়,
কি আনন্দ, কেমন উচ্ছাস!
ফ্লাই ওভারে রূপের আভাস!
ঐ শিশুদের জীবন জুড়ে,
নাই যে আলো, নাই যে বাতাস,
কান পাতলে শুনতে পাবে,
পথের পাশে দীর্ঘনিশ্বাস!!!

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৬

খেলাঘর বলেছেন:


জীবন তো নয়, সত্যই দীর্ঘশ্বাস।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫

রমিত বলেছেন: জ্বী।
আপনাকে ধন্যবাদ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কোবতে খানা দারুন হয়েছে রমিত ভাই; তবে শেষের ৮ লাইন অসাধারন।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

হাসান নাঈম বলেছেন: উন্নয়নের জোয়ার যে বয়,
স্বদেশ জুড়ে, বেশ-অতিশয়,
কি আনন্দ, কেমন উচ্ছাস!
ফ্লাই ওভারে রূপের আভাস!
ঐ শিশুদের জীবন জুড়ে,
নাই যে আলো, নাই যে বাতাস,
কান পাতলে শুনতে পাবে,
পথের পাশে দীর্ঘনিশ্বাস!!!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

কলমের কালি শেষ বলেছেন: চরম নির্মমতা ফুটে উঠেছে । +++

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



কবিতায় অনেক ভাল লাগা রমিত ভাই +++

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক ভালো লাগলো +

শুভেচ্ছা :)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই।
কেমন আছেন?

৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

রমিত বলেছেন: কবিতাটি নির্বাচিত পাতায় দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.