নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
বিমূর্ত জোছনায় মোহনা
----------------- ড রমিত আজাদ
ঐ নদী তোলে ঝড়, সুরের লহরী, ঢেউয়ের মাতম তুলি,
ঐ সাগরের বুকে হারিয়েছে নদী, বাসনা হৃদয় খুলি,
সাগরের ঢেউ আর নদীর প্রবাহে মোহনায় মাতামাতি,
বিমূর্ত জোছনা উথাল হয়েছে, আহলাদে রাতারাতি।
ধরাধরি করি জড়ায়েছে দেহ, পাণির উপরে পাণি,
নবীন কেশের ঘ্রাণ জড়িয়েছে, হৃদয়ে আঁচর টানি,
তবুও সাধনা, এখানে মোহনা, সাগর ও নদীর মিলন সীমানা,
অলস আঁখিতে, ক্লান্ত পাখীতে, উড়িবার পথে গোপন কামনা।
এই হৃদয়ের মহিষী এখন একাই তুমি, বুঝেছ কথন?
সরোবরে ভাসি কাটাবো জীবন, দ্বিতয় যুগল হংস-মিথুন,
চুপি চুপি ঝুঁকে, একে দেব ঠোঁটে বর্বর মধু-চুম্বন,
অভুক্ত মানু, দস্যু সাগরে, রমন উমেদে, পিপাসিত মন।
যদি না তুমি খুলে দাও পাণি, না করো আলিঙ্গন,
না বাসিলে ভালো , দিও যন্ত্রনা, তবু কিছু পাবে মন,
শেষবার শুধু, মরুসম ধুঁধুঁ, সেই অনিবার, কাঁধটি তোমার,
দিও এই অভাগারে,
বিদায় লগনে, সিক্ত নয়নে, পুরাতন সাধ, ভিজাবো সে কাঁধ,
কেঁদে কেঁদে মন ভরে।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++