নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
অঝোরে বরফ ঝরেছে বেশ
--------------------------- ড. রমিত আজাদ
বাইরে আজ অঝোরে বরফ ঝরেছে বেশ,
হীম হয়ে আসা ভবে উষ্ণতা হলো শেষ।
নির্মেঘ নীলাকাশ নিজেকে হারিয়ে মূক,
কৃষ্ণকায়া অন্তরীক্ষ ছুঁয়েছে ধবল বুক।
ঝাকে ঝাকে মেঘপরী উড়ে,
শান্তির দূত খোঁজে পর্বতে পর্বতে,
কনকনে শীত-শৈত্যে ভীড়ে,
নিষণ্ণ নিসাড় ধরনীতে অবনিতে।
বরফে ঢাকা শুক্ল জমিন শোনে, বিষণ্ন আকাশের কথা,
গগন শোনায় তাকে নিরিবিলি, প্রাচীন প্রেমের ব্যাথা।
কি এত রাজ্যের কথা তাদের কে জানে?
তোমাকেও বলতে চাই কথা,
এই এতগুলো বছরে
আমার অনেক কথা জমা হয়ে আছে,
সহস্র এক আরব্য রজনী পার হয়ে গেলেও
ফুরবে না আমার কথার কাকলি।
সজীব দ্রাক্ষাক্ষেত্রে বাতাসে দোল খাওয়া পত্র-পল্লবের মায়া,
সোনালী দিনের হারানো অতীত,
দুটি চোখ জুড়ে ভাসে কার ছবি, কার স্নিগ্ধ কায়া?
বিবর্ন প্রাচীন পান্ডুলিপিতে কাঁদে নিঃশব্দ কবিতা
অনন্তের পথে ছোটে দুরন্ত বাসনা, অশান্ত নিতা।
না ডাকে বসন্ত, না কাঁদে হেমন্ত,
অভিমান ভুলে শিহরণ তোলা,
রাশি রাশি সুধা মধু প্রেমে মত্ত।
মনে কি পড়ে?
এমনই বরফ ঝরা দিনে,
ফায়ারপ্লেসের গনগনে আগুনে হাতটা সেঁকতে সেঁকতে,
হৃদয়ের কাছে উত্তাপ চাইতাম, আগুনের কাছে নয়,
হৃদয়ের উত্তাপ আগুনের চাইতেও বেশি।
হারিয়েছে আজ রাশি রাশি প্রেম,
সোনালী দিন, পত্র-পল্লবের মায়া,
মোহনায় এসে মিশে, নদীও জমে বরফ
হেলেছে বাতায়ন পাশে, অতন্দ্র প্রহরী চাঁদ,
প্রলম্বিত হয়েছে রাত।
হঠাৎ করে হাতরে দেখি তুমি নেই পাশে,
সেই ঘোরে আরো একবার করি ব্যার্থ অন্বেষণ,
আহ! আমি তোমাকে খুজছি কেন? কিসের এষণ?
তোমার তো থাকার কথাও নয়,
কোন কালেই তো তুমি ছিলেনা আমার শয্যাপাশে,
আমি তো তোমাকে দিতে পারিনি ঠাই, আমার আকাশে!!!!
বাইরে আজ অঝোরে বরফ ঝরেছে বেশ,
হীম হয়ে আসা ভবে উষ্ণতা হলো শেষ।
বরফে ঢাকা শুক্ল জমিন শোনে, বিষণ্ন আকাশের কথা,
গগন শোনায় তাকে নিরিবিলি, প্রাচীন প্রেমের ব্যাথা।
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৫
বিবেকিন্দ্রীয়লোচন বলেছেন: রমিত ভাই আপনার মহাবিশ্ব রহস্য লেখাটার বাকি অংশের জন্ন অনেক দিন ধরে অপেক্ষা করছি। কবে পাব??
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
রমিত বলেছেন: মন্তব্যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি নিজেও ঐটি শেষ করতে আগ্রহী। আসলে আমার অনেকগুলো লেখাই অসম্পূর্ণ হয়ে আছে। নতুন লেখার আইডিয়া মাথায় আসলেই লিখে ফেলো ফলে পুরাতন লেখাগুলো জমে থাকে। আবার সময়েরও প্রচন্ড অভাব। আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে একে একে লেখাগুলো শেষ করতে।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ঠাণ্ডা ঠাণ্ডা কবিতা +
ভালো থাকবেন