নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
নিখাদ প্রেম, প্রকৃত প্রেম, পবিত্র প্রেম
------------------- ড. রমিত আজাদ
নিখাদ প্রেম তুমি পারমার্থিক পূর্ণতিথি,
শূন্যগর্ভ আন্তরীক্ষের অবয়ব বেয়ে উঠে যাওয়া বিধুর চন্দ্রিমা,
সীমাহীন প্রতিক্ষা শেষে অক্রেয় অর্জিত রমণীয় অরুনিমা।
প্রকৃত প্রেম তুমি পারলৌকিক বৃক্ষরাজীর সান্দ্রতার ক্রন্দন,
হিম শীতাংশুর অনুরক্ত প্রতিমূর্তির বিমূর্ত ছায়া।
পবিত্র প্রেম তুমি প্রগাঢ় প্রণয়ের একনিষ্ঠ আরাধোনা,
সুসিক্ত আসক্তির অধিরাজ্যের রাজকীয় সম্ভাষণ।
উদ্যাপিত প্রতিপাদনে নিমগ্ন ধ্রুবনক্ষত্রের লোকত্তর স্বর্গবাসে
নিখাদ, প্রকৃত ও পবিত্র প্রেমে, সত্যই উদ্ভাসিত হোক হৃদয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩
অন্ধবিন্দু বলেছেন:
প্রকৃত প্রেম নিখাদ হয় কি !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮
রমিত বলেছেন: তাইতো হওয়া উচিৎ। তবে, এরপরেও 'তবে' রয়েছে।
সক্রেটিস বলেছেন , 'The hottest love has the coldest end'.
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগা
শুভেচ্ছা
ভালো থাকবেন