নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

চিত্রানুগ উপস্থিতি অহর্নিশ

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫

চিত্রানুগ উপস্থিতি অহর্নিশ

----------------- ড. রমিত আজাদ



তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শেষ হয়েছে তো সেই কবেই,

তারপরেও তোমাকে দেখি স্বপ্নে।

কুহকী নিশির গভীর নীরবতার অন্তিম অন্তপুরে,

কত কলরব মিলেমিশে বুদবুদ হয়ে ভেসে ওঠে মানস নিধিতে।



অনেক চেষ্টা করেছিলাম মুছে ফেলতে সব নিনরণী,

শ্রেণীকক্ষের সফেদ রচনাফলকে লেখা অতিক্রান্ত জ্ঞানভাষণ

যেমন করে মুছে ফেলেন বিজ্ঞ শিক্ষক।

তারপর শুদ্ধ-নির্মল ফলকটি অপেক্ষা করে পরবর্তি পর্বের জন্যে।



কিন্তু কই? বিফল সকল চেষ্টা!

কোমল বালিশের ভিতরে লুকিয়ে থাকা কোন করুন পাখীর তীক্ষ্ণ পালক,

বার বার খোঁচা দিয়ে জাগিয়ে দেয়,

ঘোর বর্ষায় ক্রন্দন দৌর্মনস্যে মেঘের আর্তনাদ হয়ে।



জীবন সংগ্রামে হারিয়ে যাই মাঝে মাঝে,

নিষ্পাপ শৈশবের স্মৃতিও তখন ধুসর হয়ে ওঠে।

আবছায়া কুজ্ঝটিকা ঝাপসা করে ফেলে আস্যরেখা

তবুও উপলদ্ধি করি তোমার সন্নিধি,

আশাপ্রদ ঊষা, রোদেলা দুপুর, আকুল বিকেল, বিষন্ন সন্ধ্যা,

অষ্টপ্রহর অহর্নিশ উপস্থিতি চিত্রানুগ,

কায়ার শিহরণে নয়, অনিবার হৃদস্পন্দনে, অবুঝ মনের বন্ধনে,

সুস্পষ্ট তোমার ছবি, সুস্পষ্ট তোমার ছবি, সুস্পষ্ট তোমার ছবি।



13th April, 2015

Monday







মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৮

অন্ধবিন্দু বলেছেন:
আশাপ্রদ ঊষা, রোদেলা দুপুর, আকুল বিকেল, বিষন্ন সন্ধ্যা,
অষ্টপ্রহর অহর্নিশ উপস্থিতি চিত্রানুগ ...

ছবিখানা স্পষ্টতই সুন্দর ও সফল।
নব বর্ষের শুভেচ্ছা, রমিত।

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক পরে সামুতে ঢুকলাম তাই, মন্তব্যও পড়লাম পরে।
দেরীতে হলেও, আপনাকে নববর্ষের শুভেচ্ছা!
ভালো থাকবেন।

২| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

২২ শে মে, ২০১৫ রাত ৮:৫৯

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.