নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

প্রোথিত হৃদয়ের কথা

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩

প্রোথিত হৃদয়ের কথা
-------- ড. রমিত আজাদ



কি উজ্জ্বল সুন্দর এই নীল আকাশ!
কেমন ঝলমলে রোদ তাকে আলোয় উদ্ভাসিত করে!
কেমন দুঃসাহস নিয়ে উড়ে যায় শঙ্খচিল!
নির্ভয় বিহঙ্গ ঐ আকাশ করবে জয়!

নীলিমার নীল গায়ে মেখে
ধ্যানমগ্ন পর্বতের নিশ্চল উপবেশন,
হঠাৎ ঝলকে ওঠে কপোতাক্ষের অবিরাম ধারা,
খরস্রোতা স্রোতস্বীনি,
বয়ে চলে উত্তাল সাগরের পানে,
খগোলে সূর্যালোকের বন্যা,
জলধি তরঙ্গচূড়ায় নৃত্যছন্দে বিভোর!

সবুজ তৃণ-গালিচার তীর ছুঁয়ে,
শুয়ে থাকা ধানের ক্ষেত,
কেমন দুলে দুলে ওঠে,
বাংলার মৃদু মোলায়েম বায়ে!

সেই পথে উড়ে যাওয়া কোন বসন্ত-বাউরি,
মুগ্ধ হয়ে শোনে ব্যাকুল কোকিলের গান।
ধবলী একমনে ছেঁড়ে ঘাঁসফুল-শষ্প,
মায়ের দুগ্ধপানে তার আহলাদি শিশুটি
নিবৃত করে ক্ষুধা আর মমতার তৃষ্ণা।

মহাকাশ থেকে চেয়ে দেখো,
হিমালয় আর বঙ্গোপসাগরে ঘেরা
কেমন দুঃসাহসী দেশ,
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে,
সবুজের আভা নিয়ে গায়ে।

অজস্র জন্ম ও অজস্র মৃত্যু,
চক্রাকারে আবর্তিত হয় মহাকালের স্রোতে,
কেবল নিশ্চল নিস্পন্দ হৃদয়ের কথা,
বধু ও শিশুর প্রেম রেখে ঘরে,
বিলাসী প্রাসাদ ছেড়ে নেমে আসা মলিন কর্দমাক্ত পথে,
রাজপুত্র সিদ্ধার্থের বাণী,
বোধি বৃক্ষের মত প্রোথিত হয়
আরো গভীরে,
সেখানে মায়াবী স্বপ্ন,
কেঁপে কেঁপে ওঠে চোখের তারায়।
সেই থেকে আজ,
হয়তো বয়ে যাবে আরো বহুকাল!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অপেক্ষার প্রহর শেষ হোক। সুদিন আসবে একদিন নিশ্চিত।

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৯

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই লাগলো। যদিও আমার আর সরল অর্থ করবার আর সহজ করে পড়বার কবিতাবেশি পছন্দ।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
আগামীতে একটা লেখা দেয়ার ইচ্ছা আছে, এই কবিতাটির সাথে সম্পর্কযুক্ত।

৩| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪০

অন্ধবিন্দু বলেছেন: বাংলার মৃদু মোলায়েম বায়ে!

বাহ্, চমৎকার বললেন কবি !

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.