নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

না করি ভোরের প্রত্যাশা!

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৪৩



না করি ভোরের প্রত্যাশা!
--------- ড. রমিত আজাদ

এখনো গভীর রাতের আঁধারে
সীমাহীন নক্ষত্ররাজীর অন্তহীন প্রত্যাশা নিয়ে আমি অপেক্ষা করি,
ঘোর বরষার অবিরাম বৃষ্টির দুর্দান্ত কলরব ছাঁপিয়ে
শোনা যাবে তোমার কন্ঠস্বর, মধুর মায়াবী ইন্দ্রজালে।
কুটিরের দুর্বল কাষ্ঠদ্বারে মৃদু করাঘাত হবে
দীর্ঘ রণসংগ্রামের পর বিজয়ের দুন্দুভি নিনাদ,
অদৃশ্য তরঙ্গে সঞ্চালিত প্রেম জাগাবে অনুরনন
কায়ার নদীগুলোতে মৃদু দ্রুত হৃৎস্পন্দনে,
দেখতো, এখনো তেমনি আছি, তুমি আর আমি,
সেই আমরা! তবে আর বিচ্ছেদ কেন?
এসো জমীনে স্থিত হয়ে বসে,
প্রাচীন বৃক্ষের কান্ডে হেলান দিয়ে নক্ষত্র দেখি সারারাত,
না করি ভোরের প্রত্যাশা!


Let Us Do Not Expect The Dawn
Dr. Ramit Azad

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ঘোর বরষার অবিরাম বৃষ্টির দুর্দান্ত কলরব ছাঁপিয়ে
শোনা যাবে তোমার কন্ঠস্বর, মধুর মায়াবী ইন্দ্রজালে।
- পৃথিবীতে প্রিয়জনকে হারানোর বেদনা হয়তো সবচেয়ে বড় বেদনা !!!

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯

রমিত বলেছেন: জ্বী, প্রিয়জনকে হারানোর বেদনাই সবচেয়ে বড় বেদনা !!!

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

২| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:২১

আহসানের ব্লগ বলেছেন: ভাল লাগলো ।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০০

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৫| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০

জুন বলেছেন: না করি ভোরের প্রত্যাশা
অনেক অনেক ভালোলাগা
+

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

মহান অতন্দ্র বলেছেন: ভাল লেগেছে ।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগলো বেশ রমিত ভাই। :)

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পক্তিমালা।++

ভাল লাগল খুব।

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:১৫

কিবরিয়াবেলাল বলেছেন: এক প্রত্যাশিত সুন্দরের ডাকের জন্য আমাদের আমৃত্যু সাধনা ।সব সুন্দর আর স্মরণীয় মুহূর্তগুলোয় যার নষ্টালজিক বিচরণ ।যথার্থভাবে তা ধরেছেন ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২

রমিত বলেছেন: সুন্দর বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৪২

আবু তোহা মোহাম্মাদ তামাম বলেছেন: ধন্যবাদ স্যার, অনেক সুন্দর কবিতা !

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.