নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

এই কথাগুলো যদি তুমি আমার পাশে থেকে বলতে!

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৪



এই কথাগুলো যদি তুমি আমার পাশে থেকে বলতে!
——--------------——- ড. রমিত আজাদ

ফেসবুকের ইনবক্সে মেসেজ পাঠালে,
“কেন তুমি এতো রাতে জেগে আছো?
রাতজাগা তো ঠিক নয়, শরীর খারাপ করবে যে।”
আহা এই কথাগুলো অত যোজন দূরত্ব থেকে না বলে,
যদি আমার পাশে থেকে বলতে!
“মনে করো, আমি তোমার পাশেই আছি।”
মনে তো কতো কিছুই করি!
কত ফ্যান্টাসীই তো করলাম সেই থেকে,
এতে কি বিচ্ছেদ ঘুঁচে যাবে?

মাধবী লতায় ছেয়ে যাওয়া
খোলা বারান্দায় আমরা দুজন.
বিমুর্ত জোছনার স্নিগ্ধ আলোয়,
তোমার হাতে আমার হাত।
অথবা,
গাড়ীর স্টিয়ারিং হুইলের পিছনে আমি,
আমার বাঁ পাশে তুমি,
লং বীচ ড্রাইভে ছুটে চলেছি,
উত্তাল সাগরের পাশাপাশি।

নীচে অনেক নীচে মেঘের দেশ ছাড়িয়ে
নীলগিরীর সুউচ্চ পাহাড়ের স্বপ্নপূরীতে
আমরা দুজন, মুগ্ধ হয়ে দেখছি,
মেঘের গায়ে হরেক রঙের খেলা।
কক্সবাজারের ইনানী সৈকতে
লাল কাঁকড়ার পিছনে ছুটাছুটি,
তারপর হঠাৎ বালুর গর্তে পড়ে যাওয়া,
সেখান থেকে পরস্পরকে টেনে তোলা।

এমন কত শত ফ্যান্টাসী
আমি নিরত করেছি তোমাকে নিয়ে,
এটা কি বিচ্ছেদের দুঃখ ভুলে থাকার জন্য,
না কি বিরহের কষ্ট নিয়ে একটু দুঃখবিলাস?
সে যাই হোক একটা কথাই শুধু বুঝি,
বিচ্ছেদের দুঃখ …………………।
না, বুঝিনা, কিছুই বুঝিনা, আমি কিছুই বুঝিনা।

These Words I Wish You Said Sitting Next To Me
------------------------------- Dr. Ramit Azad

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫২

প্লাবন২০০৩ বলেছেন: অদ্ভুত রকমের ভালো লাগল।
ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.