নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

সময়ের প্রহেলিকা

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২



সময়ের প্রহেলিকা
---- ড. রমিত আজাদ

হে সময়!
তুমি কি পরম-ধ্রুব নও?
নও কি তুমি অবিচল-স্থির ঐ হিমশৃঙ্গের মত?

নাকি তুমিও প্রসারিত-সংকুচিত হও,
নব যৌবনা তরুণীর বক্ষস্থলে অবরুদ্ধ অস্থির হৃদয়ের মত?

তবে তোমাকে বেঁধে নেই কোন্‌ কঠিন শাসনে বলো?
মহাজগতের কালের নিয়মে বাঁধা,
আমিও ক্ষণস্থায়ী প্রাণ,
একদিন কাটিব বাঁধন নির্বন্ধ একালের,
অথবা রাখিব পদ
নতুন কোন বিধানতন্ত্র-লোকে।


(সময় (time) পরম কিছু নয়। সেও আপেক্ষিক, নানান প্রসঙ্গ কাঠামোতে তার নানান হিসাব। ধর্মগ্রন্থগুলোতে এ' সম্পর্কে অনেক আগেই বলা হয়েছিলো। বিজ্ঞান কিছুকাল হয় তা গাণিতিকভাবে প্রমাণ করেছে।)

The Relativity of Time
--------- Dr. Ramit Azad

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার কথা বলেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

রমিত বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১

অন্ধবিন্দু বলেছেন: সময় আর অসময়ের খেলা ... বাহ্

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

ইছামতির তী্রে বলেছেন: দারুণ কবিতা। ভাল লাগল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

সিপন মিয়া বলেছেন: আল-কোর'আনেই একমাত্র একথা স্পষ্টত উল্লিখিত।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

রমিত বলেছেন: জ্বী, আল-কোর'আনে অবশ্যই একথা স্পষ্টত উল্লিখিত।
কিছু পৌরাণিক কাহিনীতেও এটা আছে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: একদিন কাটিব বাঁধন নির্বন্ধ একালের,
অথবা রাখিব পদ
নতুন কোন বিধানতন্ত্র-লোকে।


ভালো লাগল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর! ভাল লাগলো!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

কলমের কালি শেষ বলেছেন: সময়ের প্রহেলিকা ভাল লেগেছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

আলোরিকা বলেছেন: মহাজগতের কালের নিয়মে বাঁধা,
আমিও ক্ষণস্থায়ী প্রাণ- অনুভূতির সুন্দর প্রকাশ ! :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.