নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
তোমার মনে আমার খেলা
উড়িয়ে দেবো আকাশ জুড়ে, একশো রঙের পাঁচশো ফানুস,
হৃদয় পথে হাটিয়ে দেবো, বাউল মনের উদাস মানুষ।
দৃষ্টিপথে ভাসিয়ে দেবো, তিনশো রকম মেঘের ভেলা,
দিবানিশি দেখবে তুমি, তোমার মনে আমার খেলা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩
রমিত বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৮
গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর ।