নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
কাশবনে বর্ষণ
------ রমিত আজাদ
অম্বরে অথৈ নীল,
মৃদু হাতে ছুঁয়ে দেয় কাশের মঞ্জরী,
প্রণয়ের স্নিগ্ধতা যেন এনেছে মিতালী,
জল, ডাঙা আর আকাশের দেশে।
এই শরতে সব কিছুই মৃদু।
আকাশের মেঘ মৃদু,
তটিনীর জল মৃদু,
কাশফুলের দোল মৃদু,
মানুষের মনও হয়ে যায় মৃদু।
জাঙ্গালের চূড়া থেকে দেখা শুভ্রতার মাধুর্য,
ক্রোশের পর ক্রোশ শ্বেত গালিচার গ্রথন,
উত্তরের তুষারশুক্লতার কথা জাগায় মনে,
বাতাসে দোল খাওয়া ক্যাটকিন।
মুগ্ধতা আঁকে শিল্পি,
শব্দ গাঁথে কবি,
সুর সাজায় কল্পক,
মোটেও ক্লান্ত হয়না চোখ।
এই কাশবনে ঘুরে ঘুরে
ভবঘুরে বাউল হতে চায় মন,
প্রিপাত্রী,
তুমি কি আমার সাথে বাউলি হবে?
বাউলি,
বর্ষার প্লাবন ফুরিয়ে
কাশবন জাগে অঁচলের বুকে,
সেই সুখ যদি
আকস্মিক কেড়ে নেয় বর্ষণ,
মোলায়েম মলয়ানিল অপসারী
বেয়ারা দমকা হাওয়া।
আমরা কি আর চঞ্চল জুড়ি হবো মঞ্জরির?
এমন শরত দিনে কোন মন মেঘ চায় বলো?
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
নাবিক সিনবাদ বলেছেন: ভাল্লাগলো পিলাচ+++++
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
গেম চেঞ্জার বলেছেন: গ্রামে যেতে মন চাইছে আপনার লেখা পড়ে!!
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২
রমিত বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ