নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
সাগরসম ঈর্ষা
---- রমিত আজাদ
চন্দ্রহীন রাতি আঁধার নিশিথে তামসী কৃষ্ণপক্ষ,
পঞ্জিকার লিপি সপ্তমী তিথি রোহিণী নক্ষত্র।
অকস্মাৎ ভুত দেখা দিলো তথা, তখন মধ্যরাত,
ভগ্নগৃহে তার বসে ছিলো চাষী বিফল দিনাতিপাত।
"বর চাস চাষী? বর দেব, কি বর চাইবি বল?"
অশরীরি কেউ কৌতুক ভরে করিতেছে কোন ছল!
চাষীর আলয়ে শূণ্য গোয়াল, গোলায় রিক্ত ঢুঢু,
জীর্ণ কুটির এই ভাঙ্গে ভাঙ্গে, ভিটায় চড়িছে ঘুঘু।
কপাল কি তবে গিয়াছে খুলিয়া?
সোনা রাশি রাশি ধরিবে মেলিয়া?
হয়ে যাবো আজ লাখপতি আমি ক্ষৌণী বিশ্বলোকে,
পথেঘাটে লোকে সেলাম ঠুকিবে, দেখিবে মান্য চোখে!
"মৌন কেন চাষী? কি এতো ভাবিস? চেয়ে ফেল তোর বর।"
তাড়া দিলো ভুত, চাষী ভেবে চুপ, অস্থির মনে জ্বর।
অবশেষে বলে, "গাঁয়ের অঁচলে, পথের বগলে,
থাকে জ্ঞাতিভাই মোর, তমালের তলে।
দ্বিতল নিধান, মস্ত দালান, আরো কত রোশনাই!
দশগাঁয়ে তারে, চেনে সব নরে, ধনের হিসাব নাই।
আরও লেখে পুঁথি, কবিতা ও গীতি,
জ্ঞানে ও গুনে বড়ই মহতি!
পুঁথিপাঠ তার শোনে রাতভর বৃদ্ধ ও কচি, ঘরের লক্ষী,
সুর শুনে তার, বশীভূত হয়, বনের হরিণী, মনের পক্ষী।
জ্ঞাতিভাই মোর দু'চোখের বিষ, কাড়িয়া নিয়াছে নিদ্রা,
ওর ভালো মোর, ছুরি হয়ে কাটে কলিজা ও আত্মা।
দিবে যদি বর, সয় না তো তর, না চাই নিজের কিছু,
জ্ঞাতিভ্রাতাটিকে শেষ করে দাও, উদ্বেগ নিক তার পিছু।
সফলতা তার বিফলতা কর, ফসল ভাসাও, গবাদি মারো,
সব পরিচয় তার প্রকম্পিত কর, ধন-মান-জ্ঞান নির্মূল করো।
আমা লাগি আমি নাহি চাই কিছু, শুধু চাই তার ধ্বংস,
জোত জমি ক্ষেত সকলি ডুবাও, করো তারে নির্বংশ।
বর চাহিয়া খেদ ঢালে হিংসুটে, সর্পের মত করে ফোঁসফোঁস,
ঈর্ষান্বিত চাষী অবশেষে ঝাড়ে, এতটা কালের আক্রোশ।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালই লেগেছে ...............
ভালো থাকবেন নিরন্তর।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনারও শুভ কামনা করছি।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২
রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ ছন্দময় কাব্যিক ব্যঞ্জনা!
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিন একটি কবিতা ------ অসাধারণ সৃষ্টি -------
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
এম রাজু আহমেদ বলেছেন: এখানে আমি একেবারেই নতুন।
আমার পাতাতেও আসবেন আশা করি।
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
রমিত বলেছেন: নতুন লেখককে স্বাগতম।
আপনার পাতাতে অবশ্যই আসবো।
ধন্যবাদ আপনাকে।
৮| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭
জুন বলেছেন: রাবিন্দ্রিক স্টাইলে লেখা কবিতাটিতে আপনি মানব চরিত্রের বিশেষ করে আমাদের এই উপমহাদেশের লোকজনের চারিত্রিক বৈশিষ্ট অত্যন্ত সুনিপুনভাবে ফুটিয়ে তুলেছেন রমিত। ভাষা ও তার প্রকাশভংগির উপর আপনার দখল সহজাত এবং ঈর্ষনীয়।
+
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩
রমিত বলেছেন: স্টাইল কোন রকম তা বলতে পারবো না। তবে লিখেছি তো আমি।
আপনার সুন্দর মন্তব্য ও প্রশংসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৯| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন: কঠিন কবিতা। মনে হচ্ছিলো যে মদ্যযুগের কিছু পড়ছি। ভাষার উপর আমার দখল প্রাথমিক পর্যায়ের তাই প্রচলিত শব্দের, ধারার বাইরে গেলেই প্রথমে একটূ আউলাইয়া যাই। কবিতার অর্থ, বিস্তার সবই দারুন। ভালোলাগা রইলো।
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ শতদ্রু। দীর্ঘ ও সুন্দর মন্তব্য। আপনার লেখা কবিতাগুলোও সুন্দর হয়।
১০| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
জুন বলেছেন: ঈর্ষনীয় লিখেছি বটে তাই বলে আমি কিন্ত আপনার ভাষার দখলকে হিংসে করছিনে। এই জিনিসটা আমার মাঝে নেই বললেই চলে। আসলে লিখতে চেয়েছিলাম প্রশংসনীয় ।
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬
রমিত বলেছেন: জুন আপা, অত্যন্ত দুঃখিত। আমি কিন্তু আপনাকে মিন করিনি। আপনার মন্তব্যের পিঠে আমি আমাদের চারিত্রিক বৈশিষ্টের কথাটি মিন করেছিলাম। আমি উপরে কমেন্ট-টি কারেকশন করে দিয়েছি। আপনি মনে দুঃখ নেবেন না প্লিজ। আপনার প্রশংসা আমার অনুপ্রেরণা।
কষ্ট করে আমার কবিতা পড়ার ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১১| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩
আহমেদ জী এস বলেছেন: রমিত ,
বেশ শক্ত হাতে লেখা । কবিতার আড়ালে যে সত্যটি উঠে এসেছে তা ৮নং মন্তব্যে ব্লগার জুন আগেই বলে ফেলেছেন । আমিও তার মন্তব্যেরই প্রতিধ্বনী করছি ।
ঈর্ষা , কেবল ঈর্ষাই শুধু কুরে কুরে খায় , গড়েনা কিছুই ..............................
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৫
রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১২| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ একটি কবিতা । অনেক শুভকামনা রইল ।
২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
রমিত বলেছেন: ধন্যবাদ গুলশান।
আপনার জন্যও শুভ কামনা রইলো।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬
জেন রসি বলেছেন: ভালো লেগেছে।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭
লালপরী বলেছেন: রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
এমন একটি কবিতার নির্বাচিতে না যাওয়া দুখজনক । ঈর্ষা আমাদের কোথায় নিয়ে যায় তাই লেখায় তুলে ধরেছেন দক্ষতার সাথে রমিত ভাই। ভালোলাগা +++++
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৫
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১
গেম চেঞ্জার বলেছেন: কাব্যিক জটিলতা ভালই লাগল।