নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

হেঁয়ালিরই ফুল বাসরে

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৮



হেঁয়ালিরই ফুল বাসরে
---------- ড. রমিত আজাদ

বাতাসে হাত বাড়িয়ে খুঁজে নেবো মনের খুশি,
জোছনার উথাল-পাথাল আকাশ জুড়ে
পূর্ণ চাঁদের মিষ্টি হাসি।
এসোনা দুজন মিলে কুড়িয়ে নি সেই স্বপ্ন-গাঁথা,
আরব রাতের উপকথা,
দাদীমার মুখে শোনা রাজকুমারীর মনের ব্যাথা।
গল্প কথা, বীণায় বাজে নতুন সুরে,
অনেক দূরে সুদুরিকা,
আমি কি হারিয়ে যাবো তোমার মাঝে সাগরিকা?
শুভ্র আলোর হাতছানিতে অভ্র আঁকা,
গগনের ঋক্ষরাজের পক্ষধরে উড়ূপ উড়ূপ নৃত্যলেখা।
তোমাকে আপন করে নেবো আমি এই আসরে,
তারাদের দেয়ালীতে হেঁয়ালিরই ফুল বাসরে।

In The Flowery Wedding-night Puzzle
---------------------- Dr. Ramit Azad

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

অগ্নি সারথি বলেছেন: সুন্দর কবিতা রমিত ভাই।

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার লেখা খুঁজছিলাম। একটু আগে দেখলাম নির্বাচিত পাতায় আপনার লেখা এসেছে।
এখন পড়বো মনযোগ দিয়ে।

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

অনিন্দ নিন্দা বলেছেন: পিরিতের লাগি এমন বিবাগী , পিরিতি সপেছি হিয়া .................. সুন্দর কবিতা

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

রমিত বলেছেন: সেলিম ভাই ধন্যবাদ আপনাকে।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতায় ।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা !!!
ভাল থাকুন।সবসময়।

০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো।

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.