নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
দমা দম মাস্ত কালান্দার
------------- ড. রমিত আজাদ
'দমা দম মাস্ত কালান্দার' গানটি শুনছি খুব ছোটবেলা থেকেই, সেটা সত্তরের দশক। তখনকার অনেক তরুণের মুখে মুখে ফিরতো এই ছন্দোময় গানটি। সেই এ্যানালগ যুগে অনুষ্ঠানে-উৎসবে মাইকেও বাজতো এই গীত। তারপর গানটি শুনলাম খ্যাতিমান কন্ঠশিল্পী রুণা লায়লা-র কন্ঠে। বাংলাদেশের গর্ব এই সুবিদিত গায়িকা নানা ভাষায় অদ্ভুত সুন্দর গাইতে পারেন। একবার আমাদের কলেজের এক অনুষ্ঠানে এক কিশোরী 'দমা দম মাস্ত কালান্দার' গানের সুরে ও তালে খুব সুন্দর নাচলো। কিশোরীর নৃত্য সুন্দর হয়েছিলো সত্য, তবে দর্শকরা গানটির যাদুময় সুর ও ছন্দে মোহাবিষ্ট হয়েছিলো বেশী। এরপর আমাদের বন্ধু-বান্ধবের সবার মনে একটা প্রশ্ন ভীর করেছিলো - 'গানটির অর্থ কি?' এছাড়া গানটির রচয়িতা কে? গানটির মূল গায়ক (বা গায়িকা) কে? এই প্রশ্নও মনে ছিলো। তবে এইগুলোর কোন উত্তর পাইনি। শুধু জানতাম যে গানটি ঊর্দু ভাষায়।
কয়েকদিন আগে গানটি শোনার জন্য ইউটিউব ডাউনলোড করলাম। গানটি শুনতে শুনতে নীচের একটি কমেন্টে চোখ আটকে গেলো
https://www.youtube.com/watch?v=IXw68K_kdr4
+50 years are gone, Sewhan was a village of ~5000 people, there was a shrine of Osman Marindi, nothing big deal. There are hundreds of them in the subcontinent. It was a popular place for religious ones, but it also attracted prostitutes, druggies & what not. Once a gypsy girl from the desert came & sung this song, it happened to be a recorder of the Radio Pakistan captured this. That girl disappeared as she came, but the song became a hit. As the time went by, almost every singer from Pakistan tried it. This one catapulted Sewhan & the shrine to the top. All of sudden the other saints were eclipsed. I visited this shrine many times. My attitude is rebellious, I saw nothing ordinary, perhaps my eyes are opaque. It does not matter. You can enjoy it.
আজ থেকে পঞ্চাশ বছরেরও আগে, সেহওয়ান নামক ৫০০০ অধিবাসীর একটি গ্রামে ওসমান মারিন্দি-র মাজার (আশ্রম) ছিলো। তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা নয়, এই উপমাহাদেশের আনাচে-কানাচে এমন কত শতই তো আছে। এটা ধর্মীয় স্থান হিসাবে জনপ্রিয় থাকলেও, কসবী নেশাখোর ও আরো অনেক জাতীয় লোকদের কাছে আকর্ষণীয় স্থান ছিলো এইটি। একদা সেই স্থানে মরুভূমীর মধ্য থেকে উঠে এসে একটি জিপসি বালিকা এই গানটি গাইলো, আর রেডিও পাকিস্তানের একটি রেকর্ডার গানটি ধারণ করে রাখলো। বালিকাটি যেভাবে সহসা এলো তেমনি সহসাই নিলীন হলো। কিন্তু গানটি হিট হয়ে গেলো। এরপর বহু বছর পার হয়ে গিয়েছে, পাকিস্তানের প্রায় সব গায়ক-গায়িকাই গানটি গেয়েছে। আর গানটি সেহওয়ান ও আশ্রমটিকে পরিচিত করে তুলেছে। .........
কমেন্ট-টির উত্তরে একজন লিখেছেন,
Gypsy? Do you mean banjaras? Wow that's amazing banjaras have also contributed much to rajasthani and Gujarati folk songs, I never knew Duma dum was originally banjara song!
"জিপসি? মানে বানজারান? এটা চমকপ্রদ যে এই বানজারান-রা রাজস্থান ও গুজরাট এর ফোক গানে অনেক অবদান রেখেছে। ......
এরপর গানটি সম্পর্কে আরো জানার ইচ্ছা জাগলো। ডিজিটাল যুগের কল্যাণে সবকিছু এখন ফিঙ্গার এন্ডে। ক্লিক করলেই অনেক তথ্য পাওয়া যায়। অতঃপর আমি ক্লিক করে যা যা পেলাম।
গানটি একটি আধ্যাত্মিক গান। এটা পাঞ্জাবী ভাষায় একটি বুনিয়াদি গান। এর রচয়িতার নাম জানা নাই। কয়েক শতাব্দি আগে রচিত হয়েছে অতীব সম্মানিত সিন্ধ-এর সূফী 'শাহবাজ কালান্দার'-এর সম্মানে। তিনি পাকিস্তানের জামশোরো জেলার সেওহান শরীফে ছিলেন। এই মহানুভব সূফী হিন্দুইজম ও ইসলাম এর ঐক্য সাধনের জন্য তিনি কাজ করেছিলেন। উপমহাদেশের অনেক খ্যাতিমান গায়ক-গায়িকাই গানটি গেয়েছেন। বলা হয়ে থাকে যে এই কাওয়ালীটি কবি আমীর খসরুর মূল প্রার্থনা থেকে নেয়া হয়েছিলো, এবং পরবর্তিতে তা অভিশ্রুত করেন বুলেহ শাহ। বুলেহ শাহ কাওয়ালীটিতে একেবারে ভিন্ন রঙ দেন ও সেখানে হযরত লাল শাহবাজ কালান্দার-এর স্তুতি যোগ করেন।
https://en.wikipedia.org/wiki/Dama_Dam_Mast_Qalandar
"Dama Dam Mast Qalandar" (Urdu and Punjabi: دَما دَم مَست قَلَندَر), Gurmukhi: Punjabi: ਦਮਾ ਦਮ ਮਸਤ ਕਲੰਦਰ is a spiritual song.[1] It is a traditional song in Punjabi, author unknown, written a few centuries ago in honour of the most revered Sufi Saint of Sindh, Shahbaz Qalandar of Sehwan Sharif, District Jamshoro , Pakistan, who worked for the unity of Hinduism and Islam in what is now Sindh Province in Pakistan. The melody was composed by Master Ashiq Hussain of Pakistan [2] and was made widely popular by many Pakistani and Indian singers like Noor Jahan, Ustad Nusrat Fateh Ali Khan, Abida Parveen, Sabri Brothers, Junoon (band), Wadali brothers, Mika Singh, Reshma and Runa Laila a singer of Bangladesh. It is said that the kalaam/qawwali was adapted from the original prayer by Amir Khusrow and was then modified completely by Bulleh Shah. Apparently, Bulleh Shah gave an entirely different colour to the qawwali and added verses in praise of Hazrat Lal Shahbaz Qalandar. Bulleh Shah's version of the qawwali gives it a large tint of Sindhi culture.
গানটির অর্থ:
আগেই বলেছি যে, গানটি সূফী 'শাহবাজ কালান্দার'-এর সম্মানে রচিত। তিনি হিন্দু-মুসলিম সহনশীলতা সৃষ্টির উদ্দেশ্যে অনেক কাজ করেছিলেন। উনার অতীন্দ্রি়বাদ সর্বধর্মের মানুষকেই আকৃষ্ট করেছে। উনাকে 'লাল' নামে ডাকা হতো, কারণ তিনি লাল রঙের পোষাক পরতেন। 'শাহবাজ' বলা হতো কারণ তিনি মহৎ ছিলেন ও 'কালান্দার' বলা হতো কারণ তিনি সূফী সাধক ছিলেন। এছাড়া চিরকুমার সাধু যারা উচ্চ আধ্যাত্মিক স্তরে পৌঁছেছেন তাঁদেরও কালান্দার বলা হয়। 'শাহবাজ কালান্দার'-কে তার ভক্তরা ঝুলেলাল-ও বলতো। সেহওয়ান শরীফে উনার মাজার আছে। এছাড়া এই গানে হযরত হযরত আলী (রাঃ)-এর নামও আছে।
Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল রক্ষা কর, ও ঝুলেলাল
Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল ভালো রেখো, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
ও লাল পোষাকী! বুক ফাটা কালান্দার, আলীই চিরকাল ছিলেন পহেলা নাম্বার
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
ও লাল পোষাকী! বুক ফাটা কালান্দার, ও মহৎ শাহবাজ কালান্দার
Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল রক্ষা কর, ও ঝুলেলাল
Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
ও লাল পোষাকী! আমাকে চিরকাল ভালো রেখো, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Ho Laal Meri, Haaye Laal Meri…
ও লাল পোষাকী! হায় লাল পোষাকী!
Ho… Chaar Chiraag Tere Baran Hamesha (x2)
তোমার মাজার চিরকাল চার চেরাগ দ্বারা আলোকিত ছিলো
Char Chiraag Tere Baran Hamesha
তোমার মাজার চিরকাল চার চেরাগ দ্বারা আলোকিত ছিলো
Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan
I’ve come here to light the fifth lamp in Your honour, O Jhoolelaal
আমি এসেছি তোমার সম্মানে পঞ্চম চেরাগটি জ্বালাতে, ও ঝুলেলাল
Ho… Paanjwaan Ve Palan
পঞ্চম চেরাগটি জ্বালাতে
Ho… Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan
আমি এসেছি তোমার সম্মানে পঞ্চম চেরাগটি জ্বালাতে, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Ho… Jhanan Jhanan Teri Naubat Baaje (x2)
তোমার ঢোল বাজে (তোমার বীরোচিত নামে)
Jhanan Jhanan Teri Naubat Baaje
ঝানান ঝানান তোমার নহবৎ বাজে
Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan
Let the gong ring loudly for your glory, day and night, O Jhoolelaal
ঢোল জোরে জোরে বাজতে থাকুক তোমার গৌরবে, দিন রাত বাজুক, ও ঝুলেলাল
Ho... Laal Baje
ঢোল বাজতে থাকুক
Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan
ঢোল জোরে জোরে বাজতে থাকুক তোমার গৌরবে, দিন রাত বাজুক, ও ঝুলেলাল
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
সিন্ধ ও সেহওয়ানের হযরত, শাহবাজ কালান্দার
Arre Dum Dum Dum Dum Dum Dum Ali Ali (x3)
আমার প্রতিটি নিশ্বাসে আছে আলী
Meaning of the song:
http://www.bollynook.com/en/lyrics/11702/duma-dum-mast-dama-dam-mast/
Note: This song is sung in the praise of a one of the most famous and renowned Sufi Saint of the
Chisti Order, 'Hazrat Lal Shahbaz Qalandar'. He preached religious tolerance among Muslims and
Hindus. His mysticism attracted people from all religions. He was called Laal (red) after his usual red
attire, Shahbaz due to his noble and divine spirit, and Qalandar for his Sufi affiliation.
Qalandars/Kalandar are wandering ascetic Sufi saints. Qalandar is also a title given to a unmarried
saint who is at a very high level of spirituality. Qalandars are considered chosen saints of God Almighty.
They are different from other saints and they have very strong feelings of love in them. Qalandars,
amongst the saints, are those persons who enjoy freedom from the ties and bounds of time and space.
Hazrat Lal Shahbaz Qalandar is sometimes fondly referred to by his lovers as Jhoolelaal. His shrine
(resting place) known as Sehwan Sharif is in Sehwan, a city located in Jamshoro District in the Sindh
province of Pakistan. There is also mention of Ali in this song. Ali was the cousin and son-in-law of
Prophet Mohammed. He is believed to be the first male to convert to Islam and is the first Imaam or the
spiritual leader of Islam.
Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
O red robed one! May I always be protected by You, O Jhoolelaal
Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
O red robed one! May I always be protected by You, O Jhoolelaal
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
O Lord of Sindh and Sehwan, O noble Kalandar
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
O red-robed euphoric Kalandar, Ali is always the first
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
O red-robed euphoric Kalandar, O noble Kalandar
Ho… Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
O red robed one! May I always be protected by You, O Jhoolelaal
Laal Meri Pat Rakhiyo Bhala Jhoole Laalan
O red robed one! May I always be protected by You, O Jhoolelaal
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
O Lord of Sindh and Sehwan, O noble Kalandar
Ho Laal Meri, Haaye Laal Meri…
O red robed one!
Ho… Chaar Chiraag Tere Baran Hamesha (x2)
Your shrine is always lighted with four lamps
Char Chiraag Tere Baran Hamesha
Your shrine is always lighted with four lamps
Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan
I’ve come here to light the fifth lamp in Your honour, O Jhoolelaal
Ho… Paanjwaan Ve Palan
To light the fifth lamp
Ho… Paanjwaan Ve Palan Aaiyaan Bala Jhoole Laalan
I’ve come here to light the fifth lamp in Your honour, O Jhoolelaal
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
O Lord of Sindh and Sehwan, O noble Kalandar
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
O red-robed euphoric Kalandar, Ali is always the first
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
O red-robed euphoric Kalandar, O noble Kalandar
Ho Laal Meri, Haaye Laal Meri…
O red robed one!
Ho… Jhanan Jhanan Teri Naubat Baaje (x2)
Your drums are ringing (beating with Your heroic name)
Jhanan Jhanan Teri Naubat Baaje
Your drums are ringing
Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan
Let the gong ring loudly for your glory, day and night, O Jhoolelaal
Ho... Laal Baje
Let the gong ring
Laal Baje Ghadiyal Bala Jhoole Lalan
Let the gong ring loudly for your glory, day and night, O Jhoolelaal
Sindhri Da Sehwan Da Sakhi Shahbaz Kalandar
O Lord of Sindh and Sehwan, O noble Kalandar
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
O red-robed euphoric Kalandar, Ali is always the first
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
O red-robed euphoric Kalandar, O noble Kalandar
Ho Laal Meri, Haaye Laal Meri…
O red robed one!
Arre Dum Dum Dum Dum Dum Dum Ali Ali (x3)
There’s Ali in every breath I take
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
O red-robed euphoric Kalandar, Ali is always the first
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
O red-robed euphoric Kalandar, O noble Kalandar
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
O red-robed euphoric Kalandar, Ali is always the first
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
O red-robed euphoric Kalandar, O noble Kalandar
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
O red-robed euphoric Kalandar, Ali is always the first
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
O red-robed euphoric Kalandar, O noble Kalandar
Duma Dum Mast Kalandar, Ali Da Pehla Number
O red-robed euphoric Kalandar, Ali is always the first
Duma Dum Mast Kalandar, Sakhi Shahbaz Kalandar
O red-robed euphoric Kalandar, O noble Kalandar
http://www.techofheart.co/2008/08/dama-dam-mast-qalandar-translation-of.html
O laal meri pat rakhio bala jhoole laalan, Sindri da Sehvan da, sakhi Shabaaz kalandar, Dama dam mast Qalandar, Ali dam dam de andar.
O the red robed, may I always have your benign protection, Jhulelal (as he was affectionately called). O master, friend and Sire of Sindh and Sehwan (or Serwan), The red robed God-intoxicated Qalandar, The Lord in every breath of mine, glory be to you.
Chaar charaag tere baran hamesha, Panjwa mein baaran aayi bala jhoole laalan O panjwa mein baaran, O panjwa mein baaran aayi bala jhoole laalan, Sindri da Sehvan da, sakhi Shabaaz Qalandar, Dama dam mast Qalandar, Ali dam dam de andar.
Your shrine is always lighted with four lamps, And here I come to light a fifth lamp in your honor. Here I come with fifth O master, friend and Sire of Sindh and Sehwan (or Serwan), The red robed God-intoxicated Qalandar, The Lord in every breath of mine, glory be to you.
Hind Sind (some also sing Ghanan ghanan) peera teri naubat vaaje, Naal vaje ghadiyaal bala jhoole laalan, O naal vaje, O naal vaje ghadiyaal bala jhoole laalan.
Let your heroic name ring out in Hind & Sindh (or lets the gongs bell loud), Let the gong ring loud for your glory day and night by the people (ghadiyaal - watchman, symbolism of night).
Har dam peera teri khair hove, Naam-e-ali beda paar laga jhoole laalan, O naam-e-ali, O naam-e-ali beda paar laga jhoole laalan, Sindri da sehvan da sakhi Shabaaz Qalandar, Dama dam mast Qalandar, Ali dam dam de andar.
O Lord, may you prevail everytime, everywhere, I pray of your well being, In the name of Ali, I pray to you to help my boat cross in safety (in the river of life).
his song, one of the most famous qawwali, is written and sung in the honor of Sufi mystic saint 'Hazrat Lal Shahbaz Qalandar' (Usman Marvandhi) - may God sanctify his station. Every word of his name used in the qawwali has a meaning - he was known as Hazrat (holiness), Lal (he wore red robes, also mothers fondly call their kids as Lal in Punjab and nearby region), Shahbaz (Shah - King and Baz - Falcon, king of falcons and in Iranian mythology represent godly figure who led them to victory, divine spirit), and finally Qalandar (a qalandari - a sufi saint, poet, mystic, noble man). He settled in Serwan (Sindh, now in Pakistan) and tried bringing peace between Hindus and Muslims. Hindus regard him as divine reincarnate, avatar as well. Still today many Punjabi singers, singing in his praise. He is also fondly called as Jhulelal.
"Dama Dam Mast Qalandar"
তথ্যসূত্র:
1. https://www.youtube.com/watch?v=IXw68K_kdr4
2. Click This Link
3. Click This Link
4. Click This Link
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
রমিত বলেছেন: আমি নেটে সার্চ দিয়ে যতদূর জেনেছি, সেই জিপসী মেয়েটার খবর আর কেউ বলতে পারে নাই। তবে তথ্যঘাটতিও থাকে, হয়তো পরবর্তিতে আরো কিছু জানতে পারবো।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একসময় আমরাও গুন গুন করে এই গান বলতাম। ভালো লাগলো। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
রমিত বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দুর্দান্ত । অনেক কিছু জানতে পারলাম ।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
গেম চেঞ্জার বলেছেন: শিয়াদের সাথে বেশ মিল পাচ্ছি....।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
রমিত বলেছেন: এই বিষয় সম্পর্কে কিছু আমার জানা নাই।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! পোস্ট!
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
রাসেল বলেছেন: Thanks for all relating to this post. this thanks for your appreciation. hope you will write more & more.
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
সাাজ্জাাদ বলেছেন: "Dama Dam Mast Qalandar
good work bro.
liked.
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইমপ্রেসিভ!
বিশাল গবেষণা করেছেন।
আমি জানতাম রুনা লায়লাই এগানটির মূল গায়িকা।
এটুকু বলা যায় যে, রুনা লায়লা গানটিকে জনপ্রিয় করেছেন।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
না, রুনা লায়লা মূল গায়িকা নন। তবে বাংলাদেশে গানটিকে তিনি বিপুল জনপ্রিয় করেছেন।
৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
রমিত বলেছেন: লেখাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১০| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
মানস চোখ বলেছেন: অসাধারণ পোষ্ট 'রমিত' ভাই !!!!
আমার নিজেরও খুব পছন্দের গান এইটা, গানের অর্থ ও ইতিহাস জেনে খুব খুশী হলাম!!!
অন্যান্য দের সাথে গানটি 'জুনুন' ও গেয়েছে, সত্যিই অসাধারণ!!!
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
শতদ্রু একটি নদী... বলেছেন: অসাধারন পোস্ট রমিত ভাই। বুল্লে শাহ, শাহবাজ কালান্দার এদের মনে হয় ওই অঞ্চলে ব্যাপক প্রভাব আছে। পাকিস্তানেই না কেবল, গুজরাটি কিংবা পাঞ্জাবী সঙ্গীতেও তাদের অনেক প্রভাব। পাকিস্তানী সঙ্গীতে সুফী মতবাদের একটা ব্যাপক প্রভাব আছে, কারন ওরা মনে হয় পীর ফকিরে বেশি অনুরক্ত। অনেকটা আমাদের লালন কিংবা হাসন রাজার মত তারাও ওই অঞ্চলে ব্যাপক জনপ্রিয়। অনেককিছু জানা হলো। এই গানটা মনে হয় কেবল উপমহাদেশেরই না, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা।
পোস্টে ভালোলাগা রইলো।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
রমিত বলেছেন: রাইট ইউ আর। আমারো তাই মনে হয়, 'এই গানটা মনে হয় কেবল উপমহাদেশেরই না, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা।'
গজল তো ঐ অঞ্চল থেকেই বাংলায় এসেছে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
প্রফেসর সাহেব বলেছেন: অসাধারণতা হয়েছে।গানের সুরটা অসাধারণ, কিন্তু গানটির মাঝে অনেক শিরকি উপাদান রয়েছে,লিরিকটা শিরিকে ভর্তি
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
মায়াবী রূপকথা বলেছেন: খুব ভাল পোষ্ট ভাইয়া। অনেক কিছু জানা হল
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
ইছামতির তী্রে বলেছেন: দারুণ পোস্ট! স্পিরিচুয়াল সং। অনেক কিছু জানা গেল।
ধন্যবাদ আপনাকে।
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকও অনেক ধন্যবাদ।
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
ভারসাম্য বলেছেন: গানটা দুই-একবার অমনোযোগের সাথে শোনা হয়েছে, এক ফোঁটা অর্থ বুঝিনি। আজ জানলাম এবং বুঝলাম খুব একটা গভীর অর্থবহ কোন গান নয় এটা। তবে এর ইতিহাস বেশ অর্থবহই মনে হল।
+++
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
দূর-পরবাসী বলেছেন: বরাবরের মত ভালো লাগা পোস্ট !!! জিপসী মেয়ের ব্যাপারটাতে তথ্য-প্রমান না থাকলেও আমার কাছে সত্য বলেই মনে হয় !!!
ঝঙ্কার সমৃদ্ধ কাওয়ালী শুধু তাদের দ্বারাই নির্মাণ করা সম্ভব !!!! ভালো থাকবেন , শুভকামনা !!!
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার জন্যও শুভ কামন থাকলো।
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অজানাকে জানলাম আপনার কল্যাণে!!
অনেক অনেক অনেক শুভেচ্ছা!!!!
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও শুভেচ্ছা।
১৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯
আজমান আন্দালিব বলেছেন: ভালো লাগলো গানটির ইতিহাস জেনে।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫০
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৯| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
প্রবাসী পাঠক বলেছেন: গানটা পছন্দের। এর অর্থ কিংবা এর পিছনের ইতিহাস জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছুই জানলাম। ধন্যবাদ রমিত ভাই।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫১
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকও অনেক অনেক ধন্যবাদ।
২০| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৭
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছুই জানলাম ।
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকও অনেক অনেক ধন্যবাদ।
২১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারণ এবং দূর্দান্ত পোষ্ট। +
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকও অনেক অনেক ধন্যবাদ।
২২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: অসম্ভব ভাল লেগেছে,,, অনেক ইনফরমেশন,কালেকশন, এবং বিশ্লেষণ দেখে আমি মুগ্ধ এবং অভিভূত,,,,, কিভাবে এই ইনফরমেশন যোগার করেছেন,,,,,,?????
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
রমিত বলেছেন: ঐ যে লিখেছি, আধুনিক ডিজিটাল প্রযুক্তি ইন্টারনেট-এর কল্যাণে। তথ্যসূত্র দেয়া আছে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: অনেক সময় ব্যায় করেছেন পোষ্ট টি লিখতে সেই সাথে অনেক গবেষনা। রামিত ভাই পূর্বে পরমানু পদার্থ বিজ্ঞানের উপর পিএইচডি নিয়েছে এবার সংঙ্গীত এ একটা দেওয়া হউক।
রুনা লায়লার কন্ঠে এই গানটা খুবই বালা পাই। আপনাকে অনেক ধন্যবাদ গানটার হাড়ির খবর বের করার জন্য।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
রমিত বলেছেন: কষ্ট করে পড়ার ও মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পলাশ ভাই।
২৪| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
যান্ত্রিক বলেছেন: গানের কথাগুলো শিরকে ভরপুর।
তবু ইতিহাস জানানোর জন্য ধন্যবাদ। +++
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৫| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
জুন বলেছেন: দমা দম মাস্তকালান্দার নিয়ে আপনার গবেষনাধর্মী পোষ্টটি থেকে অনেক পেছনের কথা জানা হলো রমিত ভাই। এ গানটি এখনো মনে হয় অনেক জনপ্রিয়। রুনা লায়লার কোন অনুসঠানে এখনো শ্রোতারা অনুরোধ করে এই গানটি শোনার জন্য।
হিন্দী সিনেমার নায়ক নায়িকারা তাদের ম্যুভি রিলিজের আগে বাধ্যতামুলক খাজা মইনুদ্দিন চিশতির এবং হাজি আলীর দরগা জিয়ারত করে থাকে।
+
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
রমিত বলেছেন: জুন আপা অনেক দিন পরে আমার পোস্টে মন্তব্য করলেন। ভালো লাগলো।
'হিন্দী সিনেমার নায়ক নায়িকারা তাদের ম্যুভি রিলিজের আগে বাধ্যতামুলক খাজা মইনুদ্দিন চিশতির এবং হাজি আলীর দরগা জিয়ারত করে থাকে।' এটা আবার আমার জানা ছিলো না, জানলাম।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৬| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: গানটি শুনতে ভালোই লাগে।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
রমিত বলেছেন:
জ্বী, সুর ও ছন্দের জন্য ভালো লাগে।
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৭| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
রাবেয়া রব্বানি বলেছেন: হুম। জানা হলো
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
রমিত বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা।
২৮| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
রাবার বলেছেন: গানটা আমারো পছন্দের ভাইয়া।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
রমিত বলেছেন: জ্বী অনেকেরই পছন্দের। সুর ও ছন্দ চমৎকার!
মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা।
২৯| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দমাদম মাস্ত কালান্দার.. আলী হ্যায় পয়লা নাম্বার.. ও লাল মেরি
অসাধারন এক নৈবদ্যের গান। আত্মা সত্ত্বা বিলীন করে দেয়া প্রেমিক আর প্রেমস্পদের আকুতি!
ধন্যবাদ।
@প্রফেসর, @ যান্ত্রিক সব জায়গায় শিরক খোঁজার আগে শিরকের মানেটা ভাল করে জেনে নেবেন প্লিজ!
প্রেইজিং কি শিরক! আপনি আপনার কাজে কর্শে বসকে যে প্রেইজ করেন- তাও বুঝি শিরক! আপনার ছেলেক/ভাইকে ভাল একটা হাই সেলারী জব দিয়েছে যে বন্ধু স্বহন তাকে দেখে যে বিগলিত হয়ে যান, প্রএিজ করেন.. তাও শিরক!
আক্ষরিক জ্ঞান নিয়ে এই মুশকিল। অন্তর্নিহীত তাৎপর্য বোঝেও না খোঁজেও না।
আলী রা: কে পয়লা নাম্বার রাখলে যদি শিয়া হতে হয়, তবে তো নবীজিও শিয়া ছিলেন!!!!!!
কারণ তিনিউ তো বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা!
এখন আপনি জ্ঞান শহরে প্রবেশ করতে চাইরেতো আলী রা:কে প্রেইজ করতেই হবে। আর মূর্খ থাকলে চাইলে কিছূ লাগবে না।
আমাদের সবারই যে কোন বিষয়ে ভাল ভাবে না জেনে শীয়া, মুরতাদ, নাস্তিক ট্যাগিং করাটা ঠিক নয়। ভাল থাকুন।
@ লেখক- আরেকবার ধন্যবাদ। একেবারে ঝুম ধরিয়ে দিলেন
Har dam peera teri khair hove
Naam-e-ali beda paar laga jhoole laalan, o naam-e-ali, ali !!!!
O naam-e-ali beda paar laga jhoole laalan
Sindri da, sehvan da shaki shabaaz kalandar
Duma dum mast kalandar..++++
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
রমিত বলেছেন: ভৃগু ভাই বিশ্লেষণমূলক দীর্ঘ ও সুন্দর মন্তব্য করেছেন।
আপনার বিশ্লেষণধর্মী লেখাগুলোও ভালো লাগে, মন্তব্যও ভালো লাগে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩০| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
প্রামানিক বলেছেন: দারুণ তো এত কিছু তো জানা ছিল না।
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩১| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
জুন বলেছেন: আমিতো অনেকদিন পর হলেও নিয়মিত আসি রমিত সাহেব, আর আপনি
১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
রমিত বলেছেন: অভিযোগ মেনে নিলাম আপা।
এখন থেকে নিয়মিত হবো।
৩২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারণ পোস্ট!!!অনেককিছু জানতে পারলাম।চুলচেরা বিশ্লেষণ। অতকিছু জানা ছিল না এ গান সম্পর্কে।
জিপসি বালিকার কথা বেশ উল্লেখযোগ্য
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
অগ্নি সারথি বলেছেন: দমা দম মাস্ত কালান্দার এর পুরা কাটা চেরা বিশ্লেষন রমিত ভাই। বেশ ভাল লাগল। কিন্তু সেই জিপসী মেয়েটার খবর আর কেউ বলতে পারে নাই- বিষয়টা কি এমন?