নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

পুস্প স্ফুটন মাধুর্য

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

পুস্প স্ফুটন মাধুর্য
------- ড. রমিত আজাদ

নানা ঋতুতে নানা সময়ে আমার বাগানের পুস্প স্ফুটনের কিছু আলোকচিত্র


১। পর্টুলাকা টাইম ফ্লাওয়ার - portulaca flower


২। ডালিয়া


৩। ডালিয়া


৪। সালভিয়া (Salvia)


৫। নানা বর্ণের পর্টুলাকা


৬। হাসনা হেনা


৭। টবে নানান রকমের ফুল


৮। কামিনী ফুল


৯। ভেলভেট ফুল


১০। সন্ধ্যা মালতি


১১। গাঁদা


১২। সালভিয়া (Salvia)


১৩। গাঁদা


১৪। বল ফ্লাওয়ার


১৫। চন্দ্রমল্লিকা


১৬। বাগান বিলাস ও ডালিয়া


১৭। বেলী ফুল



১৮। চন্দ্রমল্লিকা


ফুল তুমি কথা কও এক নির্বাক বোলে,
যেই বোল মনে ঢালে মধু,
সেই মাধুর্য বুকে ধরে তাই,
আমিও তুমি হতে চাই,
বিলাবো আনন্দ ভগ্ন-হৃদয়ে,
ব্যাথাতুর আঁখি করিব মুখর,
তন্দ্রাহীন নিশি উজাল করিব,
সরায়ে সকল গ্লানি।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন সব ফুল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ কালেকশন আপনার । ভীষণ ভালো লাগলো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সুলতানা রহমান বলেছেন: ফুলের ছবিগুলো কি সংগৃহীত?
শব্দটি কি উজাড়?
ভাল লেগেছে ছবি, কথা।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

রমিত বলেছেন: না ভাই সংগৃহীত নয়। সবই বিভিন্ন ঋতুতে আমার বাগানের ছবি, আমার নিজের ক্যামেরায় তোলা।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এখানে ছবিতে দেয়া একটা গাছের নাম জানতে চাচ্ছিলাম , সমস্যা হচ্ছে নাম্বার দেন নাই ছবিতে তাই সেই গাছটার ছবির কথা জানতে পারছিনা :(

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

রমিত বলেছেন: নাম্বার দিয়ে ফুলগুলোর নাম দিয়ে দিয়েছি। রিমার্কস থাকলে জানাবেন।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ বাগান আপনার । বাহারি ফুলের সমাহার । শেষের কবিতাটিও ফুলের মত সুন্দর !

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

রমিত বলেছেন: বাগান করা আমার শখ। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

অগ্নি সারথি বলেছেন: ফুল সুন্দর সাথে ক্ষুদে কবিতাটাও। :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

রমিত বলেছেন: সারথী ভাই, মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: সবগুলা কি আপ্নার ক্রিয়েশন? ???/

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

রমিত বলেছেন: ক্রিয়েশন উপরওয়ালার। আমি চাষ করেছি।
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

তিথীডোর বলেছেন: চমৎকার!....

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর সব ছবি ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলভে না চলবে না.. অণ্য পোষ্ট চলবে না। ভূতের মূখে দাড় করিয়ে অন্য পোষ্ট পড়ব না! ;)

অবশ্য এই পোষ্টেতো পড়ার নাই খালী দেখার ;) তাই আপাতত প্লাস...:)

জলদি প্রেতাত্মার বাকী পর্ব চাই :D

+++

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

রমিত বলেছেন: ভৃগু ভাই, রীতিমতো মিছিল!!
আসলে ফুলের সিজন শুরু হয়েছে তো, তাই এই পোস্ট দেয়ার লোভ সামলাতে পারলাম না।
প্রেতাত্মার বাকী পর্ব গুলোর রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছি। আজ লেখা শুরু করবো। আশা করি দু'একদিনের মধ্যে পোস্ট দিয়ে দেব।
নানা ব্যস্ততার মধ্যে ব্লগ সাহিত্যে ইত্যাদির কাজ করি, তাই দেরীগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: ফুল, বারান্দা আর ছাঁদ মিলিয়ে -- দারুণ !!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুমন ভাই।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ফুলের ছবি গুলি দেখে ভাল লেগেছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবা। আপনিও ফুল ভালোবাসেন দেখছি, আপনার প্রো-পিকে ফুলের ছবি।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

নীলসাধু বলেছেন: চমৎকার।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর সংগ্রহ +++

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

রমিত বলেছেন: সুন্দর মন্তব্য ও প্লাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

রমিত বলেছেন: পোস্ট-টিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষ-কে ধন্যবাদ।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কালেকশন।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
পোস্টের নামখান মাধুর্য হয় নাই। ডালিয়া আলোকচিত্রটি ভালো আসছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

রমিত বলেছেন: অন্ধবিন্দু ভাই, শব্দ চয়ন বিষয়টি খুব কঠিন, কারো এটা ভালো লাগে তো কারো ওটা ভালো লাগে! যাহোক, আপনি একটা নাম প্রস্তাব করেন, পরবর্তি কোন পোস্ট ঐ নামে দেব। ছবির প্রশংসা করার জন্য ধন্যবাদ। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ! হাস্নাহেনাও আছে? হাস্নাহেনা আর শিউলি আমার খুব প্রিয় ফুল। হাস্নাহেনা গন্ধের জন্য। হাস্নাহেনার গন্ধের দেউলিয়া করে দেয়ার ক্ষমতা আছে। আর শিউলির মত নিস্পাপ কোন ফুল আছে নাকি সন্দেহ। ছোটবেলা সকালে উঠে শিউলি কুড়ানোর কথা মাঝে মাঝেই খুব মনে পড়ে। কতদিন তেমন অবাক শিউলি ভোর দেখিনা।

পোস্টে ভালোলাগা রইলো। :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

রমিত বলেছেন: হাস্নাহেনা আমারও প্রিয় ফুলগুলির একটি। কোন বাড়ীতে ঢোকার পথে যদি হাসনা হেনা ফুল গাছ থাকে তাহলে তার সুবাসে মনটাই অন্যরকম হয়ে যায়। শিউলিও সুন্দর। আমিও ছোটবেলায় শিউলি কুড়িয়েছি। শিউলি ফুল নিয়ে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম।

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

রমিত বলেছেন: হাস্নাহেনা আমারও প্রিয় ফুলগুলির একটি। কোন বাড়ীতে ঢোকার পথে যদি হাসনা হেনা ফুল গাছ থাকে তাহলে তার সুবাসে মনটাই অন্যরকম হয়ে যায়। শিউলিও সুন্দর। আমিও ছোটবেলায় শিউলি কুড়িয়েছি। শিউলি ফুল নিয়ে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

সুলতানা রহমান বলেছেন: আপনার বাগান টা অনেক সুন্দর! আর আমি এ্যালোভেরা লাগিয়েছিলাম, সেইটা কতবার মরে মরে যাচ্ছে।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: দারুন সব ফুল। অনেক অনেক শুভেচ্ছা ভাই!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.