নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

নতুন খ্রীষ্টাব্দের শুভেচ্ছা। শুভ হোক ২০১৬ সাল।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:০২



ইংরেজী বর্ষ নয়, খ্রীষ্টাব্দ। মানে খ্রীষ্টের অব্দ। যীশু খ্রীষ্টের জন্মের সাথে এই ক্যালেন্ডারটির একটা যোগ আছে। লেখা হয় 2016 A.D. । এই A.D. হলো Anno Domini - দুটি মধ্যযুগীয় ল্যাটিন শব্দ, এর অর্থ আমাদের প্রভুর যুগে (Medieval Latin, which means in the year of the Lord)। খ্রীষ্ট ধর্মালম্বিদের প্রভু যীশু। তাই তাদের মতে যীশুর জন্মের সাথে সাথেই শুরু হয়েছে তাদের প্রভুর যুগ। অর্থাৎ যীশু খ্রীষ্টের জন্মের পর ২০১৫ টি সাল পেরিয়ে ২০১৬ তমটি শুরু হয়েছে। আমাদের দেশে এই ক্যালেন্ডারটির আমদানী ও প্রচলন ঘটায় ইংরেজরা, তাই হয়তো অনেকে ওটাকে ইংরেজী বর্ষ বলে মনে করে।

বর্তমান বাংলাদেশে আমরা তিনটি ক্যালেন্ডার ব্যবহার করি - খ্রীষ্টাব্দ, হিজরী ও ফসলী সন, যার একটিও বাঙালীদের প্রবর্তিত নয়। খ্রীষ্টাব্দ-এর কথা বললাম। হিজরী সন সম্পর্কে সবাই জানেন। ফসলি সন - যেটাকে আমরা বাংলা সন বলে মেনে নিয়েছি, সেটার প্রশাসনিক প্রচলন করেছিলেন অবাঙালী সম্রাট আকবর ও তৈরী করেছিলেন অবাঙালী জ্যোতির্বিজ্ঞানী আমীর ফতেহউল্লাহ খান সিরাজী।

যাহোক, অবাঙালী হলেও এই তিনটি ক্যালেন্ডারই এখন আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। খ্রীষ্টাব্দ-এর সাথে আমাদের কর্মযোগ, হিজরী ক্যালেন্ডারর সাথে আমাদের আধ্যাত্মিকতার যোগ, আর ফসলি সন-এর সাথে আমাদের কৃষিকাজ ও হৃদয়ের যোগ।

সবাইকে নতুন খ্রীষ্টাব্দের শুভেচ্ছা। শুভ হোক ২০১৬ সাল। --- ড. রমিত আজাদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

আজমান আন্দালিব বলেছেন: শুভ হোক ২০১৬।

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩২

রমিত বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইলো।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভ হোক এইটাই প্রত্যাশা করি।

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৩

রমিত বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইলো।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা :)

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৩

রমিত বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইলো।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শূভ নববর্ষ!

আপনার শরীর এখন কেমন?

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

রমিত বলেছেন: আজ মোটামুটি ভালো। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.