নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
কালজীর্ণ এক ভাস্কর্য অশ্মরী
------------- রমিত আজাদ
মাঝে মাঝে থেমে থেমে ভাবি,
এতগুলো ম্লান ম্লান বছরের পর
আবার তোমার সাথে মিলিত হবার
প্রয়োজন সেকি, রয়ে গেছে কিছু বাকি?
কুয়াশায় ঢাকা আধো তমসার,
কোন সুবিশাল সমীরণ ফুঁড়ে,
মায়াবী কল্পনা তব নীলা অম্বর জুড়ে
ভেসে যদি ওঠে তোমার হরিৎ ছবি!
সেকি হবে সেই মধুময় রূপ?
প্রাত যৌবনের ভাবালু কথন?
নাকি দেখা যাবে বয়সী বদন,
পুরাতন, মদীয় বিচ্ছেদের মতন?
কালজীর্ণ এক ভাস্কর্য অশ্মরী,
বর্ষীয়ান জমে যাওয়া নদী,
ক্ষমাহীন হিমাঙ্কের নিচে?
An Old Stone Sculpture
----------------- Ramit Azad
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
রমিত বলেছেন: অশ্মরী অর্থ পাথুরে।
ভালো লাগার জন্য ধন্যবাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫
রুদ্র জাহেদ বলেছেন:
বেশ ভালো লাগল কবিতা
+++
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫
তার আর পর নেই… বলেছেন: বেশি ভাল লাগেনি, কঠিন শব্দ গুলো সহজতা নষ্ট করছে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
রমিত বলেছেন: অকপট মনের কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এই পজেটিভ সমালোচনাই চাই। কেউ বলে
কাব্য সহজ হওয়া চাই, আবার কেউ বলে কাব্যে কিছু কঠিন শব্দ থাকা চাই।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা দারুণ লেগেছে ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অসাধারণ ভাল লেগেছে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
অন্ধবিন্দু বলেছেন:
ভালো মতন পেলাম না। An Old Stone Sculpture ও শেয়ার করা যায় কি মন্তব্যে। পড়ার ইচ্ছে করলো, রমিত।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
তার আর পর নেই… বলেছেন: এই নিয়ে আমি নিজেও দ্বন্দ্বে থাকি। গভীরতার অভাব, সস্তা চিন্তা …এরকম অনেকে বলে।
কিন্তু তারপরও আমার কঠিন শব্দের ব্যবহার ভাল লাগেনা। কবিতা পড়ে যদি বোঝার জন্য সময় লাগে এমন কবিতা পড়তে ভাল লাগেনা।
এটা আমার একান্তই নিজের মতামত।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
রমিত বলেছেন: আপনি অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন। পাঠকের মতামতই তো লেখকের অনুপ্রেরণা ও শিক্ষা।
খোলাখুলি মত প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৮
ভারসাম্য বলেছেন: 'অশ্মরী' অর্থ কী?
কবিতা ভালো লেগেছে।