নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

ভুলে গেলেই ভালো হয়তোবা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫১



ভুলে গেলেই ভালো হয়তোবা
--------------- রমিত আজাদ

সে তো অনেক আগের কথা,
হয়তো পেরিয়ে গেছে এক দশক বৈভবের ,
অথবা পুরো একটি যুগ ঐশ্বর্যের,
এক শতাব্দীও হতে পারে ধ্রুপদী লালিত্যের,
সময়ের প্রহেলিকা বোঝা ভার,
বিশেষত আহত হৃদয়ে।

এখন আর,
মনে করতে চাইনা তাকে, অনুরাগে।
কি হবে মনে করে তব?
ব্যাথাই বর্ধিবে শুধু, রমনীর উরোজ সম,
যেমন বুভুক্ষু যমুনায় জেগে ওঠে রুক্ষ চর,
কাতর জলের শোকার্ত আকুতি উপেক্ষা করে।

এখন আর কাউকে,
ভালোবাসতে ইচ্ছে হয়না নতুন করে।
বারবার মনে পড়ে তাকে, প্রাণের মুকুরে,
অথবা সেইসব ছোট ছোট সাধারণ
তবু অসাধারণ আবেগের নির্বন্ধ।

আর যদি,
পুনর্বার প্রেম জাগাতে চাই অন্তর্দেশে,
যদি অনশেষ হ্রস্ব আয়ুষ্কালে,
সৃজিতে চাই আরেকটি কিশতি,
তবে ভুলে যেতে হবে সব।
যেমন মুছে ফেলে বিকেলের রোদ,
নিঃশব্দে নেমে আসা সাঁঝের নীহার।

নাহ্‌, যাবেনা কখনো ভোলা।
তদুপরী, ভুলে গেলেই ভালো হয়তোবা!
নবলদ্ধ নহলী লাবণ্য নিয়ে,
শুরু করা যাবে,
আরেকটি নূতন জীবন।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

তার আর পর নেই… বলেছেন: ভাল লেগেছে। প্রথম অংশ বেশি …
নহলী কি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। নহলী মানে new, young।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! বেশ ভালো লাগল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:

ভুলে গেলেই ভালো হয়তোবা!
নবলদ্ধ নহলী লাবণ্য নিয়ে,
শুরু করা যাবে,
আরেকটি নূতন জীবন।

পুরোনো স্মৃতিকাতরতায় কেবলই ব্যাথা। সেই ভাল শুরু হোক নতুন জীবন নিত্যতার চক্রে ;)

++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

রমিত বলেছেন: ভৃগু ভাইয়ের মন্তব্য বরাবরের মতই সুন্দর ও বিশ্লেষণমূলক।
ধন্যবাদ ভৃগু ভাই।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: সময়ের প্রহেলিকা বোঝা ভার,
বিশেষত আহত হৃদয়ে।
খুবই চমৎকার একটা কথা।

পুরোটাই ভাল লেগেছে। অনেক অনেক শুভ কামনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা।ভাল লাগল। ভাল থাকবেন কবি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

অলওয়েজ ড্রিম বলেছেন: প্রথম স্তবকটুকু দারুণ লাগল।

অনেকগুলো বানানভুল চোখে পড়ল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
গতরাতে রাত জেগে লিখেছিলাম অনেকটা ঘুম ঘুম চোখে, বানান ভুলের অসাবধানতা খুবই দুঃখজনক। ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। চেক করে সব ঠিক করে দিচ্ছি।

ভালো থাকবেন।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লাগল কবিতা। ভাল থাকবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভালে থাকবেন।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

সুমন কর বলেছেন: ভাল লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: স্মৃতিকাতরতায় সন্দিহান নতুন উষ্ণতা ফিরে পাবার আকুতি।

প্রথম স্তবকটি সুন্দর হয়েছে। দারুন++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

রমিত বলেছেন: সুন্দর বিশ্লেষণ করেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতা ভালো লাগলো :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

আরাফআহনাফ বলেছেন: " যদি অনশেষ হ্রস্ব আয়ুষ্কালে,
সৃজিতে চাই আরেকটি কিশতি,
তবে ভুলে যেতে হবে সব।
যেমন মুছে ফেলে বিকেলের রোদ,
নিঃশব্দে নেমে আসা সাঁঝের নীহার ।"

অনন্য অসাধারন পংতিমালা।
নিদারুন নি:সঙ্গতার এ যুেন এক করুন হাহাকার - এঁকে গেলেন প্রতি বাঁকে বাঁকে।
আরো বেশী কবিতা চাইতেই পারি , আপনার কাছে।
কেমন যেন একটা "অধিকার"অনুভব করছি, কবি আপনার উপর আর তাই এ দাবী। "অনধিকার" ভাববেন না যেন।

সুহৃদ ভালোবাসা জানবেন।
ভালো থাকুন সবসময়। শুভ কামনা রইলো।


২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাঠকের প্রশংসাই লেখকের অনুপ্রেরণা।
ভালো থাকবেন।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২০

অতঃপর হৃদয় বলেছেন: ভুলতে পারব না ।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

রমিত বলেছেন: ভোলা খুব কঠিন।
আপনাকে আমার লেখা আরেকটি কবিতার লিংক দেই তাহলে।
Why Should I Forget Her?
----------------------- Ramit Azad

https://new.allpoetry.com/poem/12383899-Why-Should-I-Forget-Her--by-Ramit-azad

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.