নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

জাগাবো প্রসুপ্ত শৌর্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১২



জাগাবো প্রসুপ্ত শৌর্য
-------- রমিত আজাদ

নিরন্তর বয়ে চলা নির্মল প্রবাহিণী,
বাংলার পবিত্র মৃত্তিকার শোণিতধমনী
পদ্মা গোমতী মেঘনা,
বৈভব আর ঐশ্বর্যের লহুনাড়ি
তিস্তা তিতাস যমুনা,
কত নদ-নদী, উপমিত নর-নারী,
মহাকালের শ্বাশত সাক্ষী হয়ে রবে।

আরো ইশাদী হবে অম্বর,
উপুর হয়ে বিস্মিত জমিনের বুকে,
সে দেখেছে সব,
কোন্‌ নব রাজবল্লভ হেনেছে আঘাত
পৈশাচিক অশিব-সুখে।

সে কোন হালফিল মীরজাফর,
যার হুকুমের অপেক্ষায়
দাঁড়িয়ে থেকে থেকে প্রলম্বিত নিশ্চল,
দিনশেষে হলো শ্রান্ত রণ-সজ্জ্বিত সেনাদল?

তোমরা জানোনা উঁমিচাঁদ,
এ এক পবিত্রভূমী,
যেখানে জন্মেছে মহাজ্ঞানী কপিলের যৌক্তিক 'সাংখ্য',
মহামতি বুদ্ধের অহিংস ভাবনায় নামী।

তোমরা জানোনা জগৎ শেঠ,
এখানে হেটেছেন মখদুম,
খান জাহান আর মজনু শাহ-এর দেহ,
জালালাবাদের মাটিতে ঘুমান
তিনশত ষাট অলি আউলিয়া-র রুহ্‌।

তোমরা কেঁড়েছ জীবন সাতান্ন জন সেনাপতির!
প্রতিশোধ বোঝ গাদ্দার?
বুঝবে।
তোমরা করেছ নাশ নারীর সম্ভ্রম!
প্রতিফল বোঝ বেঈমান?
বুঝবে।

এই খুনে নিদ্রিত তীতুমীর, সিরাজের শৌর্য,
এই খুনে প্রসুপ্ত হাজীবীর, বিজয় সিংহের ধৈর্য।
ধৈর্যের বাঁধ ভেঙে দেখো জাগবেন ঈসা খাঁ,
আরেকটি ইতিহাস লিখে আবারো কিংবদন্তী হবো।
তবে তো পাবে প্রশান্তি আত্মা তাঁহাদের,
হোক না যতই দেরী,
শহীদের মান নিয়ে যারা ছেড়েছে পৃথিবী আমাদের,
পঁচিশে ফেব্রুয়ারী।

(আমরা গুলজারের ভাই,
আমরা এমদাদের ভাই)

We will awake the sleeping valor
---------------Dr. Ramit Azad

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: পৈশাচিক হতাজজ্ঞ নিয়ে দারুণ কবিতা । বিদ্রহভাব প্রবল ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



আরেকটি ইতিহাস লিখে আবারো কিংবদন্তী হবো।
আমরা গুলজারের ভাই, আমরা এমদাদের ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভাই আপনাকে।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

ফাহিম আবু বলেছেন: খুব ভাল লেগেছে কবিতাটি !!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভালো থাকবেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

অগ্নি সারথি বলেছেন: তোমরা জানোনা উঁমিচাঁদ,
এ এক পবিত্রভূমী,
যেখানে জন্মেছে মহাজ্ঞানী কপিলের যৌক্তিক 'সাংখ্য',
মহামতি বুদ্ধের অহিংস ভাবনায় নামী।

তোমরা জানোনা জগৎ শেঠ,
এখানে হেটেছেন মখদুম,
খান জাহান আর মজনু শাহ-এর দেহ,
জালালাবাদের মাটিতে ঘুমান
তিনশত ষাট অলি আউলিয়া-র রুহ্‌।
- অসাধারন রমিত ভাই। ভাললাগা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সারথি ভাই। ভালো থাকবেন নিরন্তর।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দ্রোহী কবিতা........

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

রমিত বলেছেন: ধন্যবাদ বোন। ভালো থাকবেন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দ্রোহের স্পষ্ট উপস্থিতি।

ভালো লেগেছে। +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

আরাফআহনাফ বলেছেন: "কোন্‌ নব রাজবল্লভ হেনেছে আঘাত
পৈশাচিক অশিব-সুখ"
"এই খুনে নিদ্রিত তীতুমীর, সিরাজের শৌর্য,
এই খুনে প্রসুপ্ত হাজীবীর, বিজয় সিংহের ধৈর্য।
ধৈর্যের বাঁধ ভেঙে দেখো জাগবেন ঈসা খাঁ,
আরেকটি ইতিহাস লিখে আবারো কিংবদন্তী হবো।
তবে তো পাবে প্রশান্তি আত্মা তাঁহাদের,
হোক না যতই দেরী,
শহীদের মান নিয়ে যারা ছেড়েছে পৃথিবী আমাদের,
পঁচিশে ফেব্রুয়ারী।"

দারুন ! দারুন !
ভালো লাগা জানবেন কবি।
ভালো থাকবেন সবসময় ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

উল্টা দূরবীন বলেছেন: দ্রোহের কবিতা ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য! অসাধারন!! সময়ের সঠিক উচ্চারন!!!!

স্যালুট!

মৃত আত্মার ভীরে প্রাণের স্পর্শ নিয়ে- জাগাতে এলে হে কবি
সালাম দিলেও বুঝি হয় নিজেরই অপমান- অক্ষমতার
ভয়নিদ্রায় ঘুমন্ত! জাতি; শীতকালেরোতো তো সীমা আছে-
এ ঘুমের সীমানা কে আঁকবে!??????

হায়দারে গানটিই বুকে বাজে বারবার------------

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যাথা বুকে চাপা দিয়ে
নিজেরে দিয়েছি ধিক্কার

.............................
কবিতাটা আপনার অনুমতি পেলে নিজের সংগ্রহে রাখতে চাইছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

রমিত বলেছেন: আপনি আমার কবিতা আপনার সংগ্রহে রাখবেন, এতো আমার জন্যে আনন্দের ও সম্মানের বিষয়।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন ভৃগু ভাই।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার প্রতিবাদী কবিতা। ভালো লেগেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকবেন।

১৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশপ্রেম আসলেই অনেক বড় আর মহৎ গুণ। এগুণ সবার থাকা উচিত।

পোস্টে এ++

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.