নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

মণির সাথে মন বিনিময়

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫




মণির সাথে মন বিনিময়
------------ ড. রমিত আজাদ

মণির সাথে মন বিনিময়,
হতে হতেও হয়নি;
তবু সেতো মনেই আছে,
হারিয়ে কোথাও যায়নি।

কৃষ্ণচূড়ার রঙ ছুঁয়েছে,
রাধাচূড়ার মন;
সেই খুশীতে পাঁপড়িগুলো
সাজিয়ে দিলো বন।

চোখের তারায় প্রজাপতি
কিসের আশায় মগ্ন?
শৈলগিরির শিল উপলে
অসৎ বসত ভগ্ন।

স্বপ্নলোকের মায়ামৃগ,
ধৈর্য্যচ্যুত ভৃঙ্গ;
উৎসেচনে প্রজ্জ্বলিত
তাজিং ডং-এর শৃঙ্গ।

নাইবা হলো মন বিনিময়,
নাইবা হলো সঙ্গ;
মণি সে তো মনেই আছে,
পুষ্প রাগের রঙ্গ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন একটা বিষয় ভেবেছেনতো...

মণির সাথে মনের সম্পর্ক:)

মন, মণি, মণি, মন.....
ভাল লাগা একরাশ...

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভৃগু ভাই।

নানা কাজে ব্যস্ত ছিলাম ভীষণ, তাই অনেকদিন ব্লগে আসতে পারিনি। তাছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতিতে মনটাও অনেক খারাপ।

অনেক দিন পর আপনার সাথে কথা হলো। কেমন আছেন?

২| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও তাই ভাবছিলাম... হঠাৎ এত বিশাল গ্যাপ কেন???
পেয়ে ভাল লাগছে।
মাঝখানে বেশ অসুস্থ ছিলাম। এখন ঠিকাছি।

আপনার অনেকগুলো সিরিজের অপেক্ষায় আজো মূখিয়ে আছি...... :)

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০

রমিত বলেছেন: অসুস্থ ছিলেন শুনে খারাপ লেগেছে, এখন সুস্থ আছেন শুনে ভালো লাগলো। আপনার সুস্বাস্থ্য কামনা করি নিরন্তর।
আমিও ভাবছি, সিরিজগুলোর বিষয়ে। অনেকগুলো সিরিজ, কোনটা রেখে কোনটা ধরবো বুঝতে পারছি না।
কিছুদিন আগে আমার এক প্রবাসী বন্ধু আক্ষেপ করে বললেন, "তোর লেখাগুলো শেষ করিস না কেন?"
আসলে নানা সমস্যা/ব্যস্ততায় আছি।
মুরুব্বীদের অনেকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন, তাদের জন্য মন কাঁদে।
এর মধ্যে দু'একটা সেমিনার কনফারেন্সেও ডাক পড়েছে। পেশাগত কাজও কিছু বেড়েছে। সময়ের স্বল্পতা খুব।
তারপরেও,
একটা একটা করে ধরবো ভাবছি।
দোয়া করবেন।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শূভকামনায় অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার ব্যস্ততা কমুক... বন্ধুতো বলতে পেরেছে ..আমরা পাঠকতো তাও পারছি কই?;)

হুম চলে যায় যে মনে করিয়ে দিয়ে যায়- তোমাদেরও সময় ফুরোচ্ছে- তৈরী থেকো... এক অসহনীয় শূন্যতাবোধ!
মায়াইতো সবচে বড় কষ্ট। যারা চলে গেছেন তাদের বিদেহী আত্মার জন্য -মুক্তির প্রার্থনা।

এরই মাঝে আমাদের ক্ষুন্নি বৃত্তির (পাঠ ক্ষুধার) নিবারনের চেষ্ট করলে খুশি হবো।
যে কোন একটা দিয়ে শুরু করে ফেলুন- ....
আপনার শুভকামনা ও আর্শীবাদের প্রত্যাশি।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৫৮

রমিত বলেছেন: সুন্দর মন্তব্য ও পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ভৃগু ভাই।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৩

তাসলিমা আক্তার বলেছেন: ছান্দসিক কবিতা। ছোট ছোটো লাইন। পড়তে সচ্ছল।

কৃষ্ণচূড়ার রঙ ছুঁয়েছে,
রাধাচূড়ার মন;
সেই খুশীতে পাঁপড়িগুলো
সাজিয়ে দিলো বন।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৫৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপা।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৫

শাহিদা খানম তানিয়া বলেছেন: ভালো লাগছে কবিতা :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৫৯

রমিত বলেছেন: ধন্যবাদ তানিয়া আপা

৬| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা। শেষ না করলে থামা যায় না । পড়তে বেশ মজা । ধন্যবাদ কবিকে ।।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৫৯

রমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কবিতা । ভাল লাগা রইল।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৩:০০

রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুজন ভাই।

৮| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

কালনী নদী বলেছেন: লেখার শেষের নাইবা হলো মন বিনিময়,
নাইবা হলো সঙ্গ;
মণি সে তো মনেই আছে,
পুষ্প রাগের রঙ্গ।

এই চার লাইনের জন্য ছবিটার সামন্জস্য জটিল হয়েছে।
মণি নামটার জন্য সরাসরি সংগ্রহে রাখলাম। (ভাল থাকেন)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ কালনী নদী ভাই।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.