নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
সাকী নও, প্রণয়ীনী
------- ড. রমিত আজাদ
কাব্যিক চাঁদে হাসে প্রেমিকার মধু মুখ,
নির্ভীক স্রোতে ভাসে প্রণয়ীর পৃথু সুখ।
সাগরের ঢেউয়ে নাচে নাগরীর ছন্দ,
পাহাড়ের ঢালে আছে পেয়ারীর গন্ধ।
ছায়াঘেরা বনানীর বোধাতীত জাদুকরী,
আলোহারা চাঁদনীর জ্ঞানাতীত সহচরী।
সাকী তুমি নও মোর প্রণয়ীনী রূপসী,
সখী তুমি হও মোর সোনারঙা অতসী।
নীলাভ শাড়ীর পরী
------- ড. রমিত আজাদ
যদি গোলাপী বসনেই তুমি হও এতটা সুন্দরী,
তবে নীলাভ শাড়ীতে তুমি সাক্ষাৎ পরী!
ভরা জোৎস্নার আলোয় ভেসে যাওয়া
একটি হাসনা-হেনার ঝোপ,
যার তীব্র সুবাসে
মাতাল আমি সর্বক্ষণ,
ঐ ঘোর না কাটিয়ে আর,
অনায়াসে পার করে দেব একটি জীবন।
জুড়ি হতে বাধা কি?
------- ড. রমিত আজাদ
বালিকা তুমি কি প্রেম বোঝ?
বেসেছিলে কখনো ভালো?
ধরেছিলে কভু কোন তরুণের হাত?
দেখেছিলে তার চোখে রৌদ্রের খেলা?
এই খুশী, এই লাজ,
অভিমানে মৃদু সাজ,
অতঃপর মান ভাঙা,
অভ্রের মেঘে রাঙা,
ডানা মেলে আকাশে,
এলোমেলো বাতাসে,
উড়ে যাবে জোনাকি,
জুড়ি হতে বাধা কি?
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৭
রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
কালনী নদী বলেছেন: সত্যি আপনি কবি হিসেবে অসাধারণ ভাইয়া- সংগ্রহে নিলাম।
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তিনটাই অসাধারণ । অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৪| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০২
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আপা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৮
কাঁচাঝাল বলেছেন: ভালো কবিতা ।