নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
বালিকা তুমি গায়িকাও বটে!
-- রমিত আজাদ
বালিকা আমি ত্রাস নয় শান্তির পিয়াসী,
পারাবতের চঞ্চুতে সতর্কে ধরে রাখা
জলপাই শাখাই আমার কাম্য,
আর যদি পুষ্প ও কূঁড়ি হয় স্তবক
সযত্নে সাজানো তোমার কোমল হাতে,
আমি তাই নেব সই, রাঙাতে তোমার মন।
তারপর হয়তো ভেসে যাবো পারাবারে,
রৌদ্রের খরতাপে দহে
উত্তাল জল থেকে ভাপ,
ভাপ থেকে মেঘ,
মেঘ থেকে বারি,
বর্ষণ হয়ে ঝড়বো,
বারংবার তোমার বুকে।
সেই উত্তুঙ্গ যুগল পর্বতের উপত্যকায়
ছিলো শান্তির শ্যামল ছায়া,
বুকের গভীরে ফুঁসে ওঠা বৈশাখী ঝড়,
নিস্তদ্ধ হয়ে রুপান্তরিত হয়েছিলো
মোলায়েম ভৈরবী গানে।
বালিকা তুমি গায়িকাও বটে!
১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার শুভ কামনা করছি।
২| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
রমিত বলেছেন: কবিতাটিকে নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৩| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
সিগনেচার নসিব বলেছেন: বালিকা তুমি গায়িকাও বটে।
চমৎকার কবিতা
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৯
ভ্রমরের ডানা বলেছেন: আহা! চমৎকার কবিতায় মন জুড়িয়ে গেল!
বালিকা আমি ত্রাস নই, শান্তির পিয়াসী!
দুর্দান্ত প্রকাশ!
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫
রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন।
মুগ্ধতাটুকু রেখে গেলাম
+++++++++++++
১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৫
জুন বলেছেন: চমৎকার এক শিরোনামের সাথে ততোধিক চমৎকার এক কবিতা রমিত। অনেক ভালোলাগা রইলো।
+
১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২৪
রমিত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জুন আপা। ভালো থাকবেন।
৭| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
গেম চেঞ্জার বলেছেন: মুগ্ধ হলাম!! (+)
০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৯
জিসান উদ্দিন সেখ বলেছেন: সুন্দর লেখা। আপনাদের লেখাগুলো দিব্যি প্রথম পাতায় প্রকাশিত হচ্ছে। কিন্তু আমার হচ্ছে না।