নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২২৬, ২২৭, ২২৮, ২২৯, ২৩০

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৮

রুবাই ২২৬, ২২৭, ২২৮, ২২৯, ২৩০
--------------------------- রমিত আজাদ




২২৬।
হাত খালি, কান খালি, গলায় শুধু কন্ঠহার,
উদাসিনী নিজেই কনক, কি প্রয়োজন ভূষণ ভার?
সোনার কাঁকন না বাজিয়েই, তুলতে পারে সুর,
ঝুমকো হীরের না জ্বলিয়েই, জেল্লা ছড়ায় দূর!

২২৭।
চলছে সময় সমুখ পানে, কে ফেরাবে তাকে?
উল্টাস্রোতে তাও চলা যায়; সময় মানবে কাকে?
অভীক নাবিক স্রোতের সাথে যুদ্ধ করে টেকে!
কূলহারা হই সময় স্রোতের বিপরীতে থেকে!

২২৮।
আঁধখোলা ঐ আঁখির কথা, পড়তে পারা ভার!
কি কথা যে বলছে নয়ন, কোন ভাবনা তার?
সন্ধে সকাল মুক্তোকেশে যাচ্ছে বাতাস ছুঁয়ে,
আঁখির ফাঁদে বন্দী হয়ে, পড়ছে আকাশ নুয়ে!

২২৯।
আমি গেলাম খেতে খানিক চা, ক্লান্তিটুকু করতে বিনাশ, হাঁ।
তুমি কেন অমন ছুটে এলে? হালকা সাজে মুক্তো দীঘলচুলে?
অমন করে হাসলে কেন হাসি? মেঘনা চেনো, অথৈ সর্বনাশী?
বুঝতে হবে শশী, ঐ হাসিতে কাঁপন জেগে ভ্রষ্ট হবে ঋষি!

২৩০।
কাজের ছলে মন বালিকা আসে কিসের আশে?
লাজুক চোখে দাঁড়ায় চুপি বাতায়নের পাশে।
চোখ থেকে চোখ দৃষ্টি হলে, নয়ন দুটি নামায়।
চমকে উঠে কাঁধ ঝাকিয়ে মুখ ঘুরিয়ে পালায়!

--------------------------------------------------------------
রচনাতারিখ: ১লা ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১১টা ০৫ মিনিট

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

সাইফ নাদির বলেছেন: চমৎকার

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৫

আসোয়াদ লোদি বলেছেন: ছান্দিক অনুরণনে বিকশিত পংতিমালা। তবে ২২৯ নম্বরের প্রথম দুই লাইনের অন্ত্যমিল থেকে সরে না আসলেও পারতেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ঐ অন্তমিলটা ইচ্ছা করেই রাখিনি।
পংক্তির ভিতরে ছন্দ আছে।

কিছু লিছু রুবাই বাস্তবের সরাসরি রিফ্লেকশন হয়!

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: এত সুন্দর করে লিখেন কিভাবে??
আমি মুগ্ধ!!

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯

হাবিব বলেছেন: দারুণ লিখেছেন কবি।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

জুল ভার্ন বলেছেন: এতো সুন্দর করে কী ভাবে লেখো!!!

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
সালাম।
কেমন আছেন?

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮

ভ্রমরের ডানা বলেছেন: অনন্য রুবাই! খুব ভাল লাগা কাজ করছে। দারুন রচেছেন! আমি অভিভূত!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
পাঠকের প্রশংসাই লেখকের অনুপ্রেরণা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.