নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২৪১, ২৪২, ২৪৩, ২৪৪, ২৪৫

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬

রুবাই ২৪১, ২৪২, ২৪৩, ২৪৪, ২৪৫
---------------------------------- রমিত আজাদ



ছোটদের রুবাই

২৪১।
(পাহাড়)
পাহাড় তুমি কত্ত বড়, মাথা তুলে দাঁড়ানো!
পাহাড় তুমি কত্ত উঁচু, মেঘের গায়ে হারানো!
পাহাড় তোমার বনের সবুজ ছুঁয়ে দিলো নীল আকাশ!
পাহাড় তোমার মনের রঙে রঙিন হলো সব বাতাস!

২৪২।
(দিন)
দিনের আলোয় সূর্য হাসে, আলো জ্বেলে বিশ্বময়,
সেই আলোতে জগত দেখি, চতুর্দিকে জ্যোতির্ময়!
দিন না হলে আঁধার হতো, লাগতো সবই কৃষ্ণকায়,
দিনের আলো আছে বলেই বেঁচে আছি মৃত্তিকায়!

২৪৩।
(ডিম)
ডিম যদি ভাই না থাকতো, সকাল বেলায় খেতাম কি?
হাঁস-মুরগী আছে বলেই ডিমের দেখা পেয়েছি!
ডিম আগে না মুরগী আগে, জটিল ধাঁধাঁ মাথাতে,
ধাঁধাঁ থাকুক দাদার সাথে, আমার মজা ওমলেটে!

২৪৪।
(বাংলাদেশ)
স্বপ্নপূরী, স্বর্গপূরী, বিশ্ব মাঝে কোন সে দেশ?
সাগর তীরে সবুজ কায়া, মায়ায় ঘেরা বাংলাদেশ।
সূর্যহাসির আলোর ছটায় ঝিলমিলিয়ে কোন সে দেশ?
প্রজাপতির ডানায় ভাসা রূপের জ্যোতি বাংলাদেশ!

২৪৫
(নদী)
নদী তুমি কোথায় ছোট? কোথায় তোমার ঘর?
সাগর তোমার আপন হলে, গিরি তোমার পর?
তুমি বোধহয় কন্যা গিরির, ঘরের বাঁধন টুটো,
মায়ের ঘরকে পর করে তাই, সাগর পানে ছোট!


(আমার ছোট ছেলেটির ডিমান্ড অনুযায়ী রুবাইগুলো লিখেছি। টপিকগুলো ওরই দেয়া।)
---------------------------------------------------------------
রচনাতারিখ: ০৭ই ডিসেম্বর, ২০১৯
সময়: রাত ১১টা ১১ মিনিট

Rubai 241, 242, 243, 244, 245
----------------------------Ramit Azad

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৫

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ছোট ছেলেটির অনুরোধেই লিখলাম।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন:
খুব ভালো লাগলো ভাই এই ছোট্ট ছোট্ট কাব্যগাথা!
আপনার ছোট ছেলেটার জন্য অনেক অনেক শুভাশীষ!
ভালো থাকবেন আপনিও!

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
বাচ্চার চাহিদা অনুযায়ী লিখলাম।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা। খুব সুন্দর। প্রানবন্ত।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
বাচ্চার চাহিদা অনুযায়ী লিখলাম।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.