নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

কে দেয় না ঘুমাতে?

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৬



কে দেয় না ঘুমাতে?
----------- রমিত আজাদ

কষ্টমাখা নিশুত রাতে,
কে দেয় না ঘুমাতে?
বালিশ ফুঁড়ে সূচের খোঁচায়,
কে বলেছে জাগাতে?

দূষবো না গো তোমায় আমি,
দোষী আমার নিয়তি?
দোষারোপের নেই অবকাশ,
সবই মনের আকুতি?

বুঁজলে নয়ন স্বপ্নে দেখি,
খুললে আঁখি তোমার স্মৃতি!
বদ্ধ ঘরে তোমার ছবি,
খুললে দুয়ার মলিন রবি!

নয়ন দুটি সইবে কত?
লোচন দুটি রইবে কত?
জলের ভারে কইবে কত?
অশ্রু জলে সারবে ক্ষত?

ম্লান ধরণির বুকেও তুমি,
বৈরাগী চাঁদ দুখেও তুমি।
পদ্মা অপের স্রোতেও তুমি,
আকাশপথের মেঘেও তুমি!

ঘুম হবে না গভীর রাতে,
সুখ পাবো না দিনের তাপে!
ভাসুক দুকূল ভাসছে যেমন,
ব্যার্থ প্রেমে হবেই এমন!
--------------------------------------
রচনা তারিখ: ২১শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ৩টা ০৭ মিনিট

Sleepless Nights
--------------------- Ramit Azad

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আপনার ভ্রমন কাহিনি থেকে কবিতা সুন্দর হয় বেশি ।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪০

রমিত বলেছেন: তাই?
অনেক ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময়

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪১

রমিত বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.