নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপর প্রেমিক

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৪



স্বার্থপর প্রেমিক
----------------------- রমিত আজাদ

যামিনী নিগূঢ়ে, ও মোর প্রেয়সী, আমার কাঙ্গাল মনে,
চুপে চুপে আসো, চন্দ্রিকা সম, চেয়ে থাকো মুখপানে।
হয়তো বলেছ, "মনে পড়ে মোরে চমকিয়া ক্ষণে ক্ষণে?"
"তবে কেন তায়, নিয়েছ বিদায়? রাখিয়া একাকী বনে?"

"থির হয়ে যাওয়া মোর আঁখি দুটি, করে নাই ছলছল!
নীরবে চেপেছি মনের বেদনা, ঝরাইনি আঁখিজল!
তুমি গেলে চলে, হাসিমুখে বলে, জীবনে চেয়েছ গতি,
ক্রূর আঘাতে, মোর ধরা হতে, কাড়িয়া নিয়াছো জ্যোতি!"

"কেন বোঝনাই, আমি ছাড়িনাই, তোমার প্রণয় হাত?
তুমিতো কেবল, ভাবিলে সকল, শুধুই নিজের লাভ!"
দগ্ধ হৃদয়ে, সেদিন নিরবাক, ছিলাম কেবলই ঠোটে।
যত তোলপাড়, ছিলো শতবার, বেদনায় ভাঙ্গা বুকে!"
-------------------------------------------------------------------

রচনাতারিখ: ২৭শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১টা ৩১ মিনিট

The Selfish Lover
-------------------- Ramit azad

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫২

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল লেগছে।
শুভেচ্ছা রইল

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

রমিত বলেছেন: ধন্যবাদ আপানাকে।
শুভেচ্ছা রইল।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

রমিত বলেছেন: ধন্যবাদ আপানাকে।
শুভেচ্ছা ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মুগ্ধপাঠ। ধন্যবাদ জানবেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.