নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

প্রশান্তি তোমার ছবিতে

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩



প্রশান্তি তোমার ছবিতে
---------------- রমিত আজাদ

মাঝে মাঝে দুর্দিন আসে,
পাখীদের দুর্দিন, ফসলের দুর্দিন, মাছরাঙার দুর্দিন!!!
তিতির বা টার্কিদেরও দুর্দিন হতে পারে!
কেয়ারটেকারের অবর্তমানের সুযোগে
নিরীহ টার্কিদের উপর যখন ঝাপিয়ে পড়ে
নেকড়েবৎ উন্মত্ত জংলী কুকুরের পাল!!!
অসহায় প্রাণীগুলো হিংস্র থাবা থেকে রেহাই পায়না!
মায়াবী পাখীদের প্রাণের আকুতি বোঝেনা হিংস্রতা!

মানুষেরও দুর্দিন আসে,
কুমকুম রোদেলা দিবস ছিনতাই করে
হঠাৎ আঘাত হানা শৈত্যপ্রবাহের মত!
আর কাঁপানো হিমের সাথে যদি আসে জাঁকালো বৃষ্টি,
তখন মরার উপর খাড়ার ঘাঁ হয়!!!

তবে দুঃসময়টাই সবটুকু নয়,
প্রয়োজনে দাঁতে দাঁত চেপে
অপেক্ষা করতে হয় সুসময়ের।
রাত যত গভীর, ভোর তত কাছে!!!

তবুও প্রশান্তি চায় মন দুঃসময়ের দ্বৈরথে!
মাঝে মাঝে প্রশান্তি দেয় তোমার ছবি!
শীতের তুষারের মাঝে,
গ্রীস্মের হৃদের পাড়ে,
বসন্তের টিউলিপ থরে থরে!!!
অতলান্তিকের ওপারে কিছু সুখের ছবি,
দু'চোখ ভরে দেখি!

সুখের ছবিগুলো দেখতে ভালোই লাগে!
যদিও কিছু মাসকাবারী বেতনের প্রতীক্ষায়
আপাতত আটকে গিয়েছে জীবন!
------------------------------------------------------------
রচনাতারিখ: ৩০শে ডিসেম্বর, ২০১৯
সময়: রাত্রী ১২টা ৪০ মিনিট

(আঁকা ছবিটি আকাশজাল থেকে নেয়া)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১২

শের শায়রী বলেছেন: পাথে মুগ্ধতা রমিত ভাই।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৪

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: দারুন সুন্দর।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাপূর্ণ---------------

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৩

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

কালো যাদুকর বলেছেন: রাতের শেষে ভোর,
টানেলের শেষে বিন্দু আলো।

আশা ভরসার কবিতা। ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

রমিত বলেছেন: জ্বী, ভরসার কবিতা!!!

ধন্যবাদ আপনাকে।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.