নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা চাই

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৮



ভালোবাসা চাই
------------------------- রমিত আজাদ

‘এই তো আমি। এই তো আমি।’
এই বলে কেউ আসবে কবে?
তীর ছুড়িয়া এই দুনিয়া
ওলট-পালট করবে কবে?

জলোচ্ছাসের প্রাণোচ্ছাসে
অঝোর ধারা ঝরবে কবে?
মরুভূমির রুক্ষ জমি
শ্যামলভূমি করবে কবে?

অগ্নিঝরা দৃষ্টি হেনে,
মন বনতট জ্বালবে কবে?
দ্রাক্ষাক্ষেতে পীযূষ সুধা
বান সমতট ঢালবে কবে?

ঘূর্ণিঝড়ের রুদ্র হাওয়ায়
শিউলি বকুল ঝরবে কবে?
চোখ রেখে চোখ দৃষ্টিবাণে
হ্রদ নদীকূল ভরবে কবে?

আকাশ হয়ে কুসুম হয়ে,
কাব্য কথা লিখবে কবে?
আমার কথায় বাধ্য হয়ে
ভৈরবী সুর শিখবে কবে?

ভবের ভাবে উথাল হয়ে
ইন্দ্রধনু জাগবে কবে?
আমার গানে ছন্দ তুলে
স্বর্ণলতা নাচবে কবে?

প্রেম মদিরায় মত্ত হয়ে
জ্ঞান হারিয়ে লুটবে কবে?
তৃষ্ণা মেটা জল জোটাতে
অশ্ববেগে ছুটবে কবে?

মোর বেদনায় দুঃখ পেয়ে,
আকুল হয়ে কাঁদব কবে?
মোর বিরহে অধীর হয়ে
বৈরাগী রূপ ধরবে কবে?

কি সকরুণ জ্বালা লয়ে,
অপেক্ষাতে আছি আমি।
কি নিদারুণ তৃষ্ণা লয়ে,
প্রতীক্ষাতে যায় যামিনী।
------------------------------------------

রচনাতারিখ: ৩০শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত্রী ৩টা ০১ মিনিট

I Want Love
------------------- Ramit Azad

ছবি কার্টেসি : লায়লা আহমেদ

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৫

খায়রুল আহসান বলেছেন: মানুষের মন, বড়ই বিচিত্র। কখন কি চায়, বোঝা মুশকিল।
কবিতার কথামালা ভাল লেগেছে। কবিতায় প্লাস +।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৫

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সালাম।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৪

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল লেগেছে
জানিনা এত সব প্রশ্নের জবাব
পাবেন কবে ?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৭

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দবদ্ধ----------

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩

রমিত বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.