নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

নতুন বৎসরের শুভেচ্ছা - ২০২০!

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫২



নতুন বৎসরের শুভেচ্ছা - ২০২০!
------------------------------- রমিত আজাদ

শেষ কথা, শেষ কথা, হলো না তো বলা,
বছর তো চলে গেলো, করে হেলাফেলা!
যে কথাটি না বলিতে জানে নভলোকে,
যে কথাটি না শুনিতে বাজে মনলোকে।

শুষে নিক তিক্ততা, বছরের মলিনতা।
উবে যাক রিক্ততা, অহেতুক নীরবতা,
রেখে দিক সব ব্যাথা, বিষনীল শোকগাঁথা,
ঝরে যাক মরা পাতা, পঙ্কিল কলুষতা।

জাগুক পৃথিবী, কাটুক রজনী, নন্দিত মধুময়!
থাকুক পৃথিবী, নাচুক ধরণী, ছন্দিত প্রেমময়!
-------------------------------------------------------

রচনাতারিখ: ১লা জানুয়ারী, ২০২০ সাল
সময়: সকাল ৯টা ২৩ মিনিট

Happy New Year 2020
--------------------------------- Ramit Azad

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০০

প্রামানিক বলেছেন: শুভ ইংরেজি নববর্ষ

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ খ্রীষ্টাব্দ।

২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ খ্রীষ্টাব্দ।

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: ২০২০ সালে প্রত্যয় হোক: ১৮ বছরের নিচে থাকা পু্ত্র-কন্যাকে আসুন অ্যান্ড্রয়েড ফোনের হাত থেকে রক্ষা করি। শুভ হোক নতুন বছর ২০২০।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ খ্রীষ্টাব্দ।

টেকনোলজি খারাপ কিছু নয়। সবকিছুরই পজেটিভ-নেগেটিভ দিক থাকে।
টেকনোলজি-র ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। এজন্যই দর্শন পড়াটা জরুরী!

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮

ইসিয়াক বলেছেন: শুভ ইংরেজি নববর্ষ

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ খ্রীষ্টাব্দ।

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ক্ষোভ-অভিমান- হারিয়ে যাক ভিড়ে....
পাখিরা ফিরেছে নীড়ে....
এলোমেলো মধুর লগন....
সুন্দর যা কিছু করো বরন।

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ খ্রীষ্টাব্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.