নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

কান্দাইয়া নিজেই কান্‌লা

০৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫১

কান্দাইয়া নিজেই কান্‌লা
------------------------- রমিত আজাদ



কান্দাইয়া নিজেই কান্‌লা সারাটা জীবন,
দিয়াও কেন ফিরাই নিলা অমন মধুর কোমল মন?
প্রেমানলে জ্বালাইলা দিল্‌ আর তো নিভাইলা না!
দাবানলে বন পুড়াইলা, ছাইয়ের খোঁজ আর নিলা না!

যেন কোন মনের ভুলে দেখাইছিলা ভুল স্বপন!
আশা দিয়াও কুয়াশাতে হিম করিলা এই যৌবন।
অনুভূতি দিয়াও কেন অবশ কইরা গেলা মন?
কান্দাইয়া নিজেই কান্‌লা অর্থহীন করলা জীবন!

আমার মুখে নাই হাসি আর তোমার বুকেও অন্ধকার,
কে করিলো কার ক্ষতি তার হিসাব নিবে কোন্‌ পাথার?
বিশ্বাস কইরা হারাইলাম শ্বাস, হইলো না যে সুখ মিলন!
কান্দাইয়া যে নিজেই কান্‌লা, অর্থহীন করলা জীবন!
-------------------------------------------------------------------------

রচনাতারিখ: ০৭ই জানুয়ারী, ২০২০ সাল
সময়: ভোর ৪টা ৩৭ মিনিট

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.