নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২৫১, ২৫২, ২৫৩, ২৫৪, ২৫৫

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৭



রুবাই ২৫১, ২৫২, ২৫৩, ২৫৪, ২৫৫
----------------------------------------- রমিত আজাদ

২৫১।
ঘুড্ডি উড়াই, জ্বালাই ফানুস, বুলবুলিটা কলকলায়;
ভর যৌবনে জাইগা জোয়ার, প্রেম নদীতে ছলছলায়!
শিউলী ফুলের আল্পনাতে ঊষার উঠান রূপ সাঁজায়,
রূপসা নদীর জলের ছোঁয়ায় জলপরীটা মন রাঙায়!

২৫২।
নীল শাড়ী, নীল পরী, নীল নদী, নীল জল,
নীলাচলে আলাপিনী নিশিরাতে জ্বলজ্বল।
শাড়ীটির পারে আঁকা, ফুল পাখি লতা পাতা,
পরীটির মুখে হাসি, মধু তিথি নীরবতা!

২৫৩।
হয়তো তুমি ভুলই গেছো, হয়তো কিছুই ভুলোনি,
হয়তো তুমি সুখেই আছো, হয়তো সুখই খুঁজোনি!
হয়তো তুমি কাছেই আছো, থেকেও অনেক দূরে,
হয়তো আমার খোঁজ নিয়েছ, আকাশজালে ঘুরে!

২৫৪।
বন্ধু বলে, "দোস্ত আমার, ঘটনা কি বলো?"
কবি বলে, "ইয়ার মেরা, কত কিছুই হলো!"
বন্ধু বলে, "ঠিকসে বাতাও, কিসকি সাথ কেয়া হুয়া?"
কবি বলে, "শায়ের লিখতে মশলা লাগে, লাগে মহুয়া!"

২৫৫।
বান জেগেছে ভরা গাঙে নতুন জলে টলমল,
সময় হলো জলকেলির পাখ-পাখালী কলকল!
বর্ষা এলো শ্রাবণ ধারায় সাধের কায়ায় তুমুল ঢল!
ভর দুপুরে ঝাঁপ না দিলে গাঙের গতি হয় বিফল!
---------------------------------------------------------------

রচনাতারিখ: ০৮ই জানুয়ারী, ২০২০ সাল
সময়: রাত ০৩ টা ১৯ মিনিট

Rubai 251, 252, 253, 254, 255
---------------------------------- Ramit Azad

(ছবি আকাশজাল থেকে নেয়া)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৪

নুরহোসেন নুর বলেছেন: টুকরো টুকরো কাব্য চমৎকার লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.