নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২৬১, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৪০



রুবাই ২৬১, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫
----------------------------------------- রমিত আজাদ

২৬১।
রূপায়িত রূপ মাধুরী, রূপের হাটে মূল্যায়ন,
জেল্লা ওঠে রূপের ছটায় রূপ নগরীর রূপায়ন।
আজ রূপসীর রূপ ফুঁসেছে, উথলি ওঠে আভরণ।
রূপ প্রদীপের জ্বলছে আলো, ফুঁড়িয়া তার আবরণ!

২৬২।
চন্দ্র তারা কাব্য কথা, ঘূর্ণি নাচে ধিরি ধিরি
লক্ষ তারা জ্বালছে আলো চাঁদরানীরে ঘিরি ঘিরি।
মেঘপরীদের উড়াউড়ি জোৎস্না-ছায়ার লুকোচুরি,
পূর্ণতিথির চন্দ্রিকা আজ রূপ জ্বেলেছে স্বর্গজুড়ি!

২৬৩।
ফুলে ফুলে ভরে ভরে, সাজাবো কেমনে তারে?
কামিনী, বিলাসী, বেলি, শিউলী, চামেলী, কলি;
সুধা মেখে মধুমিতা, ভরিবে কি মনবিতা,
বাগানের সব ফুল তুলে এনে দিলে তারে?

২৬৪।
ফিরবে বলে ফিরলো না যে, তার তরে কার অপেক্ষা?
ফিরতে চেয়েও পারলো না যে, করবো কি তার প্রতীক্ষা?
কোন ভরসায় হই বিবাগী, কার তরে হই বিরহী?
ভীনদেশী মোর বন্ধুটারে, রাখলো বেঁধে কোন প্রহরী?

২৬৫।
পিটুনিয়া ফুল চিনেছ, শীত ঋতুতে ফোটা?
সাতক্ষীরাতে ফুলপরীটা ফুলকুঁড়িদের ছটা!
রংধনু রূপ মন তনুতে, মিষ্টি তিথির পাখি!
রূপ দহনে অন্ধ আমি, ঝলসে গেছে আঁখি!
--------------------------------------------------

রচনাতারিখ: ০৯ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ১৩ মিনিট

Rubai 261, 262, 263, 264, 265
------------------------------- Ramit Azad


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:২০

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ লিখেছেন, সুন্দর হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
দারুন আবেগময়।

১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.