![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ভেঙ্গেছি নিঠুর হাতে
-------------------------- রমিত আজাদ
ভুলি নাই প্রিয়া, ভুলি নাই তব ফুল।
শুধু ভেঙ্গেছি নিঠুর হাতে সে মধুর ভুল!
তোমারে দেখিয়া ভাবি নাই কভু
তুমি মোর বুলবুল!
ভাবি নাই কভু তোমারে আপনা,
দলিয়াছি তাই প্রেমের মুকুল!
আকুল তোমারে করিনি কদর,
করিয়াছি শুধু মামুলি খেলনা।
রাখি নাই তাই অন্তরে মম,
মানি নাই চিরচেনা!
তাই আজ অনুতাপ হয়,
নিশিদিন মনে পড়ে।
কেন যে তোমারে রেখেছি বাহিরে,
রাখিনাই অন্তরে!
ভুলি নাই প্রিয়া, ভুলি নাই তব ফুল।
শুধু ভেঙ্গেছি নিঠুর হাতে সে মধুর ভুল!
-----------------------------------------------------
রচনাতারিখ: ০৯ই জানুয়ারী, ২০২০
সময়: ভোর ৪টা ১৬ মিনিট
Broken by My Cruel Hands
-------------------------------- Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪১
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লাগলো।
১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৩
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: চমৎকার
১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: অতি মনোহর।
১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১০
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার , মুগ্ধতা রেখে গেলাম।
৬| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৩
ভ্রমরের ডানা বলেছেন: প্রিয়াকে ভালবেসে কাব্যমালঞ্চে বিমোহিত হলাম।
১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৪০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর