নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২৭১, ২৭২, ২৭৩, ২৭৪, ২৭৫

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫



রুবাই ২৭১, ২৭২, ২৭৩, ২৭৪, ২৭৫
----------------------------------------- রমিত আজাদ

২৭১।
গান না জেনেও মধুর কত সুর যে তুমি ঝরালে!
আঁক না জেনেও রঙিন কত রঙ যে তুমি ছড়ালে!
নাচ না জেনেও ছন্দ তুলে মনের সাগর মাতালে!
চৈতালী চাঁদ জোৎস্না রঙে হৃদয় সাগর রাঙালে!

২৭২।
কোন ভাবনায় বিভোর সে যে,
কোন স্বপনে তন্দ্রাময়!
এই যে দিঠি শরৎ-শেষে,
ভীনদেশী বায় ছন্দময়!

------------- রমিত আজাদ

২৭৩।
ফাগুন হাওয়ার অপেক্ষাতেই
শীতের হাওয়ায় কম্পময়।
নির্জনতায় আশমানী সুখ,
দৃষ্টিসুধা ছন্দময়!

------------- রমিত আজাদ

২৭৪।
মুছেই যদি দিলে তবে কাব্য কেন লেখ?
চোখ মুদিলেই আঁধার পটে কার ছবিটি দেখ?
ছিঁড়লে যদি আলোকছবি, কার বিহনে কাঁদো?
কার আঁখিতে কোন অলখে আমার ছবি আঁকো?

২৭৫।
ঐ শাড়ি কি শরাব রঙা, হিয়ায় জাগায় নেশা?
মত্ত প্রেমের অভিসারে পরশ-পুলক মিশা?
শিহরিত কায়ার কাঁপন খুঁজছে মনের দিশা,
হৃৎ আবেশে মিটবে শেষে এতকালের তৃষা!

__________________________________________
রচনাতারিখ: ২0ই জানুয়ারী, ২০২০
সময়: দুপুর ০২টা ৩২ মিনিট


(ছবি আকাশজাল থেকে নেয়া)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

এম ডি মুসা বলেছেন: খুব ভালো লাগছে।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: খুব খুব সুন্দর।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

রুমী ইয়াসমীন বলেছেন: চমৎকার ছন্দময় পংক্তিমালা!

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার রুবাই দেখে আমার মন কথনিকা দিতে ইচ্ছে করতেছে

আমারগুলো
মন কথনিকা-২৫৬২ পর্যন্ত গেছে

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দিয়ে ফেলুন মন কথনিকা। আমরা পড়বো।

৬| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআরেকটা কথা দয়া করে শালীন ছবি এড করবেন প্লিজ

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১

রমিত বলেছেন: জ্বী আচ্ছা।

৭| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: যথার্থ উপস্থাপন। ভালো লাগলো l

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৮| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর লিখেছেন।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.