নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ভুল সিদ্ধান্ত
------------------- রমিত আজাদ
আমার প্রয়োজন ছিলো,
সবকিছু ছেড়েছুড়ে দিয়ে একা একা থেকে যাওয়া!
সেদিনই সিদ্ধান্তটি নেয়া উচিৎ ছিলো,
একেবারেই পাকাপোক্তভাবে।
কোন দোদুল্যমানতা ছাড়াই!
তা না করে আমি নতুন সঙ্গসুখ চাইলাম!
দায়সাড়া গোছের একটা রিপ্লেসমেন্ট!
একাকীত্বের যন্ত্রণা লাঘব করতে গিয়েই
এটা হয়েছে হয়তো!
কিন্তু, আমি কি একাকীত্ব দূর করতে পেরেছি?
কি পেলাম?
পান্ডুর দিন, মেঘলা আকাশ, প্রবাস ব্যাথা মনে,
ঘুম নয় দোল, নিজেই দুলি, নির্ঘুম জাগরণে!
হুতাশী বাতাস ঝরায় পাতা, স্মৃতির চেরি গাছের,
নিমের শাঁখায় কাঁদে পাখি, দুঃখী অভিসারের!
ঘুরছে শশী, ঘুরছে গ্রহ, আঁধার আলোয় লীন।
ভুলের মাঝেই যায় ঝরে যায় জীবন থেকে দিন!
--------------------------------------------------------
রচনাতারিখ: ২২শে জানুয়ারী, ২০২০
সময়: বিকাল ৪টা ২৫ মিনিট
Wrong Decision
---------------------- Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
২| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন ছবি না দিলে হয় না?
অশালীন ছবি এসব
৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১
নেওয়াজ আলি বলেছেন: দারুণ অনুভুতি ,বেশ ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩
একাল-সেকাল বলেছেন:
** ফেসবুকে কুড়িয়ে পাওয়া।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।