নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

রুবাই ২৭৬, ২৭৭, ২৭৮, ২৭৯, ২৮০

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫০



রুবাই ২৭৬, ২৭৭, ২৭৮, ২৭৯, ২৮০

----------------------------------------- রমিত আজাদ

২৭৬।
নাকছাবিটা হারায় বনে হলুদ ফুলের মাঝে,
গোলাপরাণী খুঁজছে তাকে সকাল থেকে সাঁঝে!
নাকছাবিটা সোনার কনা খেলছে লুকোচুরী,
গোলাপরাণী নিজেই কনক, মেঘমালিকার পরী!

-------------------------- রমিত আজাদ

২৭৭।
মহাকালের স্বাক্ষী হয়ে চাঁদ রয়ে যায় দূর গগনে,
অপূর্ণ সব সাধ-সাধনা কূটছে মাথা এই ভূবনে!
উন্মনা মন কোথায় রেখে, পুড়ছে পরান আকুলতায়,
কার বুকে কে মাথা রেখে, ধুঁকছে হৃদয় নীরবতায়!

২৭৮।
আমার দেশে এই আকালে হাসছে ফুলের বন্যা,
তোমার দেশে গলছে বরফ বইছে মনের কান্না!
ধান ক্ষেতে আজ মাতাল হাওয়া উঠছে মেতে নিরুদ্দেশে,
আনমনা মন এই অভাগার ছুটছে বেগে তোমার দেশে!

২৭৯।
মনির কাছে মনের কথা কেমন করে বলি?
এই মনি যে রত্ন-পাথর, পান্না হিরে চুনি!
তাও তো মনি বাঁধা মনে, কাব্য কথা গীতে,
শাড়ীর শোভার সাড়ম্বরে অথৈ নীলাদ্রিতে!

২৮০।
মন বিনিময় নাইবা হলো, কি আর ক্ষতি তাতে?
তাই বলে কি মন যাবে না, তোমার আঙিনাতে?
মন গেলে কি যায় ফেরানো, পরোয়ানার সাথে?
কোন পেয়াদা রুখবে এ মন, প্রেমের অপরাধে?
__________________________________________
রচনাতারিখ: ২৬ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০১টা ২৩মিনিট

Rubai 276, 277, 278, 279, 280
------------------------- Ramit Azad

(ছবি আকাশজাল থেকে নেয়া)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২০

আসোয়াদ লোদি বলেছেন: প্রেম-বিরহে অনন্য রুবাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: সব গুলোই সুন্দর।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২০

ভ্রমরের ডানা বলেছেন:

অসাধারণ! খুবই সুন্দর অনুবাদ! ইর্ষনীয়!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

রমিত বলেছেন: কোন অনুবাদই নেই এখানে।
সবগুলো রুবাই-ই আমার লেখা।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.