নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
রুবাই ২৮১, ২৮২, ২৮৩, ২৮৪, ২৮৫
----------------------------------------- রমিত আজাদ
২৮১।
কাল পড়েছ নীল শাড়ি আর কাঁচের চুড়ি নীলাদ্রী,
আজ সাজিলে লাল চুড়িতে, লাল শাড়িতে দেহাগ্নি!
বহ্নিরূপে অগ্নিজ্বালায় ভস্মিভূত করিছো হৃদয়!
উত্তাপে পদ লিখিছে কবি সম্মোহনী কাব্যকথায়!
২৮২।
আসবে আবার জোয়ার জলে শীর্ণকায়া নদীতে,
জ্বলবে তারা আশার আলো রাত্রী আঁধার নিশিথে।
স্বপ্ন যদি নাইবা থাকে বাঁচবে মানুষ তায় কি নিয়ে?
যাক মুছে যাক কান্না-ব্যাথা, সুখ-লহরী আসুক ধেয়ে।
২৮৩।
বৃষ্টির সৃষ্টিতে খাল বিল থৈ থৈ,
বৃষ্টির দৃষ্টিতে নদী-নালা হৈ হৈ।
বৃষ্টিতে দাপাদাপি ছেলেবুড়ো হৈ চৈ!
বৃষ্টির ফোটা জলে অরণ্যে ফোটে খৈ!
২৮৪।
চঞ্চলা এক প্রজাপতি তুমি, মেলিলে রঙিন পাখনা!
খুলিলে দুয়ার, সুধা অভিসার, মিতালির ডাক থাক না!
প্রসারি বাহু স্বপ্ন রাখিতে, মাখিলে কাজল মায়াবী আঁখিতে!
সঁপিতে পরাণ লগ্ন-তিথিতে, জ্বালিলে দীপালি বহ্নি শিখাতে!
২৮৫।
বড় হয়ে গেলে বালিকা তুমি যে! হয়ে গেলে ভরা শশী!
কোথায় কিশোরী কুণ্ঠিত লাজ? কোথা সে ডরালু হাসি?
একদা নিভৃতে নিবিড় কদমে আসিতে যে ভীরু পাখি,
বলিষ্ঠ মনে প্রত্যয়ী আজ আত্মবিশ্বাসে উঠিলে ডাকি!
-----------------------------------------------------
রচনাতারিখ: ২৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০২টা ১৯মিনিট
Rubai 281, 282, 283, 284, 285
------------------------- Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২২
রাসেল রুশো বলেছেন: দারুণ লিখেছেন। শুভ কামনা জানবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।