নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
পূর্ণ শশীর ছবি
----------------------- রমিত আজাদ
ছিলে চঞ্চলা প্রজাপতি তুমি, মেলিতে রঙিন পাখনা!
খুলিতে দুয়ার, সুধা অভিসার, মিতালির ডাকে ভাবনা!
প্রসারিতে বাহু স্বপ্ন রাখিতে, মাখিতে কাজল মায়াবী আঁখিতে!
সঁপিতে পরাণ লগ্ন-তিথিতে, জ্বালিতে দীপালি বহ্নি শিখাতে!
আমি কেন যেন দেখিনি তোমারে, দেখিতে চাইনি হয়তো!
কত না ওজর করিয়া চাহিতে, কাড়িতে আমার কিছুটা নজর!
করিনি গরজ, দিয়ে মনযোগ, আসক্তি ভুলে, করিনি ঠাহর!
অনুরাগ বেগে এসেছ আবেগে, শূন্য আঁখিতে ঠেলেছি সবেগে!
এতকাল পরে দেখিনু সহসা, ভরা যৌবনা সেই সে বালিকা!
পক্ক কায়াতে জড়িয়েছ শাড়ি, পুষ্প সিঁথিতে বসনা রাধিকা!
সাজিয়াছ তরু ফুল ও কুঁড়িতে, দুলে দুলে ওঠ কাব্য গীতিতে।
জাগিয়েছ সাড়া বনের বীথিতে, কাঁপিতেছ শাখী পূর্ণ তিথিতে!
বড় হয়ে গেলে বালিকা তুমি যে! হয়ে গেলে ভরা শশী!
কোথায় কিশোরী কুণ্ঠিত লাজ? কোথা সে ডরালু হাসি?
একদা নিভৃতে নিবিড় কদমে আসিতে যে ভীরু পাখি,
আত্মবিশ্বাসে প্রত্যয়ী আজ, বলিষ্ঠ মনে উঠিয়াছ ডাকি!
---------------------------------------------------------------------
রচনাতারিখ: ২৭শে জানুয়ারী, ২০২০
সময়: বিকাল ০৪টা ৪৩ মিনিট
A Fool Moon Beauty
----------------------------- Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সরল ভাষায় গরল ভাব প্রকাশ। খুব ভালো লেগেছে।
২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৩
নেওয়াজ আলি বলেছেন: সৃজনী লেখা। নিপুন ভাবনা।
২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৮
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ।দারুন আবেগময়।