নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
রুবাই ২৮৬, ২৮৭, ২৮৮, ২৮৯, ২৯০
----------------------------------------- রমিত আজাদ
২৮৬।
গোলাপরাণী বলছে হেসে, নয়ন মেখে অঞ্জনে;
রঙ ছড়াবো দীপ্তিরাশি পাপড়ি লেপে চন্দনে!
গুল বাগিচা, ফুল কাননে, গোলাপ রাঙা অঙ্গনে,
চৈতালী চাঁদ স্বপ্ন-বিলাস মিষ্টি হাসি রঙ্গনে!!!
রুবাই
--------------------------- রমিত আজাদ
২৮৭।
মনের ভূমে আঁকা ছবি, কাঠের ফ্রেমে বাঁধতে চাই,
কেমন করে আঁকবো ছবি সেই ভাবনায় মন হারাই!
আঁকবো যাকে ক্যানভাসেতে, তুলবো ছবি দীপ্তিময়,
আমার মনের শশী হলেও, সেই জন তো আমার নয়!
২৮৮।
ঐ বয়সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় মন,
স্বপ্ন মেলায় পসরা সাজায়, দুইটি মনের পণ!
স্বপ্ন যদি পূরণ না হয়, ঘুম ভেঙে হয় মাটি!
নয় অভিমান, সত্য জেনো, স্বপ্ন ছিলো খাটি!
২৮৯।
তোমার মনের আকুলতা বুঝতে আমি চাইনি,
তোমার কথার ব্যাকুলতা শুনতে আমি চাইনি।
খেলার সাথি হয়েছিলাম, ব্যাথার সাথি হইনি,
তাই মনে আজ জ্বলছে চিতা, সুস্থিরতা পাইনি!
২৯০।
বনচারী এক কেমন খেলা খেলছে দেহের রঙমহলায়,
কায়ার ভাজে মধুর খোঁজে রস-পিয়াসী প্রেম দেওয়ানায়।
করছে মাতাল তুফান তুলে, অযুত কোষে মাতামাতি;
ব্যাথার স্রোতও সুখ হয়ে যায়, ঢেউ খেলে যায় রাতারাতি।
__________________________________________
রচনাতারিখ: ০২রা ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০২টা ২৯মিনিট
Rubai 286, 287, 288, 289, 290
------------------------- Ramit Azad
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
রুবাই ২৯১, ২৯২, ২৯৩, ২৯৪, ২৯৫
----------------------------------------- রমিত আজাদ
২৯১।
কি চাও তুমি আমার কাছে? দাঁড়াও কেন আমার দ্বারে?
এটা ওটা অযুহাতে, আসো কেন বারে বারে?
নীরব হেসে দাঁড়াও এসে, শরম-মরম সব ভুলে যে!
রাখ-ঢাক নেই ভাব-ভাবনার, মন উতলা অবশেষে?
২৯২।
দূরেই থাকো মন রূপসী, দূরেই তুমি ভালো!
আসলে কাছে, মোহ ভেঙে নিভতে পারে আলো!
মেঘমালিকা দূর আকাশেই স্বপ্নবিলাস অঙ্গজ্যোতি!
কাছের মেঘা ধূম্র-ধোঁয়া, ক্ষণিক রাঙা দোল-মালতি!
২৯৩।
অবশেষে ফেসবুকে পাঠালে যে রিকোয়েস্ট!
ফ্রেন্ড হতে সেন্ড দিলে মেসেজের সিকোয়েন্স!
উতলা ও মনটাকে পারলেনা বাঁধতে!
নীরবতা ভেঙে শুরু সুরমালা সাধতে!
২৯৪।
মিষ্টি হেসে দৃষ্টি বাণে হৃদয় আমার বিঁধলে কেন?
ফুল ঝরে কূল আকুল হয়ে জরিন মালায় বাঁধলে কেন?
সাঁঝ-গোধূলি বরণডালায় মন রঙিলা করলে কেন?
মন যমুনা গাঙের তীরে প্রণয় তরী ভিড়লে কেন?
২৯৫।
তোমার সাথে করতে দেখা একদম তো চাই না।
চোখের সাথে চোখ মিলিয়ে হোক কথা তা চাই না!
তদুপরি কোথাও যদি, হঠাৎ দেখি কাকতালীয়ভাবে
দৃষ্টিবাণের বিঁধ না পেলে মনটা খারাপ লাগে!!!
-----------------------------------------------------
রচনাতারিখ: ০৭ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ৪০মিনিট
Rubai 291, 292, 293, 294, 295
------------------------- Ramit Azad
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
রুবাই ২৯৬, ২৯৭, ২৯৮, ২৯৯, ৩০০
----------------------------------------- রমিত আজাদ
২৯৬।
করতে গিয়ে ঘৃণা কেন বেসে ফেলি ভালো?
এই হয়তো ললাট পটে নসিব লেখা ছিলো!
অভিমানে ভুলে গেলেও মেঘরা ফিরে আসে,
বৃষ্টি হয়ে ঝরে বুকে, কান্না হয়ে হাসে!
------------------------- রমিত আজাদ
২৯৭।
লাল জমিনে কালো ফোঁটায় তোমার শাড়ির নকশা আঁকা,
সিঁড়ির ধাপে মুক্তোকেশে চিত্তগ্রাহী হাসির রেখা!
হাতের বালায় দোল দোলালে কার যে মনের মদির আঁখি!
চোখ ধাঁধানো রূপ জ্যোতিতে ঝলসানো মন বাঁধলে রাখি।
২৯৮।
একটু ছোঁয়া তোমার হাতের ফোটায় যে ফুল শুষ্ক মনে,
একটু সোহাগ তোমার হৃদের সুর সেধে দেয় বিশ্ব-ভুবন!
মরলে পরে আমার গোরে ফুল দিওনা মনের ব্যাথায়,
মন চাইলে দিও পরশ জ্যান্ত আমার ললাট রেখায়।
২৯৯।
প্রেম-তুফানে উড়িয়ে নেবে কোন আকাশের মেঘবালিকা?
চৈতালী সাঁজ রেশমী কেশে বাঁধবে এ মন কোন মালিকা?
প্রেম যমুনার ঢেউয়ের তালে ভাসবে তৃষা অভিসারে,
প্রেম প্লাবনে কূল ছাপিয়ে মন ভাসাবে চুপিসারে!
৩০০।
ভাঙছে পাহাড় ঝর্ণাধারায়, সমুদ্দুরের তৃষ্ণা হারায়,
অকূল পানে ছুটছে নদী দুঃখপথের প্রান্তসীমায় !
এই রাতে কি আমার মতই কাঁদছো তুমি অঝোর ধারায়?
দিনের শেষে নিভলে আলো মন ছুটে যায় কোন নিরালায়?
----------------------------------------------------------------
রচনাতারিখ: ০৮ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ৪৩মিনিট
Rubai 296, 297, 298, 299, 300
------------------------- Ramit Azad
(ছবি আকাশজাল থেকে নেয়া)
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩
রমিত বলেছেন: সবই নিজের লেখা।
এখানে কোন অনুবাদ নেই।
ধন্যবাদ আপানাকে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! সত্যি দারুণ লেখার হাত আপনার! শুভেচ্ছা রইল!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
শের শায়রী বলেছেন: বিশ্বাস করুন প্রথম দিকে আপনার রুবাই গুলো পড়ে আমিও ধারনা করতাম কোন ফার্সি কবির অনুবাদ।
ভালো লাগা জানবেন রমিজ ভাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনিও খুব ভালো লেখেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: সব গুলোই সুন্দর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫
ভ্রমরের ডানা বলেছেন: কিছু অনুবাদ কিছু নিজস্ব রচনা মনে হল!