নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি জোনাকির আলো

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫০




ভালোবাসি জোনাকির আলো
------------------------ রমিত আজাদ

ঝিকমিক ঝিকমিক জ্বলে আলো জোনাকির,
প্রকৃতির দীপ জ্বলে রাত ভরা পোশাকির!
তারকারা মিটিমিটি হাসিমুখে চেয়ে রয়,
তারাবাতি আলোসাঁজে জোনাকিরা চমকায়!

জোনাকি জোছনা গড়ে দীপাবলি রাত্রী,
আলোকে প্লাবনে ভেসে তারা সহযাত্রী।
দিনময় নিদে থাকা বিহগেরা জাগছে,
যামিনী রজনী কোলে জোনাকিরা নাচছে!

আলো জ্বেলে হীরে মণি জোনাকিরা ঝলকায়,
ছড়ায় আবেগে জ্যোতি ক্ষেতে পথে প্রাণময়!
চাঁদের কিরণে যেন কোটি বাতি যোগ হয়,
জেগে থাকা বিরহীরা রাতভর তরপায়!

দিনবৎ চরাচর নাই হলো আলোময়,
জীবিত আলোর কণা তবু ছোটে বনময়!
ক্ষুদে বুকে মনোবল মিটাবে যে তেষ্টা,
আলোতে ভরাবে নিশি ক্ষুদ্র সে চেষ্টা!
-------------------------------------------------

রচনাতারিখ: ১০ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০১টা ৪০ মিনিট

Love the Light of Firefly
--------------------------- Ramit Azad





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
ছবিও সুন্দর

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪১

নেওয়াজ আলি বলেছেন: অনুপম,অতুলনীয়,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.