নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
ফাল্গুন ভ্যালেন্টাইন ধাঁধা
--------------------------------- রমিত আজাদ
ফাল্গুন ফাল্গুন, হলদেতে লাল আগুন,
পলাশে ও শিমুলে, লালিমারা কি ভুলে,
ছুঁয়ে দিলো কায়া তার, মায়াজাল অকূলে!
কোন রঙে উৎসব? গোলাপে না বকুলে?
লীপ ইয়ার ফাঁদে পড়ে খানিকটা নড়চড়,
দুইদিন এক হলো, মাথা হলো গড়বড়!
এতকাল ফাগুনের পরে হতো ভালোবাসা,
এবছর মিলেমিশে একীভূত যত আশা।
হয়তোবা এই ঠিক, ব্যয় হবে অর্ধেক;
উৎসবে ঠিকই রবে চলমান ভরবেগ!
কি পোষাকে পার্বণ? হলুদে না অরুণে?
ভেবে ভেবে অস্থির তরুণী ও তরুণে!
___________________________
রচনাতারিখ: ১৪ই ফেব্রুয়ারী (১লা ফাল্গুন), ২০২০ সাল
সময়: রাত ১১টা ৩০ মিনি
(ছবি আকাশজাল থেকে নেয়া)
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা অথচ কারো মন্তব্য নেই কেন??
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু রংয়েই রেঙেছে সকল হৃদয়
তারুন্যে ভাবনা কি অত কথা কয়?
হিট এন্ড রান এইতো প্লান
ভাবাভাবি করার সময় নেই খন!
হৃদেয়েত র'লে রং
হলুদে বা অরুনে
বাঁধা নেই কোনটাতে
মন বাঁধা ফাগুনে।
ভালবাসা ক্রিস্টাল
সব রংয়ে বর্ণিল
বাসন্তি ভালবাসা
হোক সবে মঙ্গল।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৪
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: ফাল্গুন নিয়ে আজ অনেক ব্লগার কবিতা লিখেছেন। আমিই লিখলাম না।