নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
রুবাই ৩২৬, ৩২৭, ৩২৮, ৩২৯, ৩৩০
----------------------------------- রমিত আজাদ
৩২৬।
মনের ভিতর কষ্টগুলো জমাট বেঁধে ধুকছে ঐ,
আকাশ ভরা তারায় তারায় কান্নাগুলো ফুটছে ঐ।
তোমার ঘরের জানলা গলে তারার আলো পৌঁছে যদি,
চোখ ভেঙে কি গলবে বরফ? বইবে কি তায় অশ্রুনদী?
৩২৭।
বন্যা এসে ভাসিয়ে দিলো বাসন্তি ফুল মন পারাবার,
ফাল্গুনী বায় গন্ধ ভাসে, পুষ্প সুবাস তোমার কায়ার!
অরণ্যে আজ বান ডেকেছে, ডাকছে তরু আয়রে আয়,
এমন ভরা মখমলী সাজ, কার তরে হায় যায়রে যায়?
৩২৮।
আজ দু'টিবার হইলো দেখা, ভাণ করিলাম সময় নাই;
নিজের মনেই দুঃখ পেলাম! পাষাণ হৃদয় কাহার চাই?
কেন এমন রৌদ্রছায়া, তোমার আমার লুকোচুরি?
স্নিগ্ধ জ্যোতি চন্দনে কি, জাগবে না আর প্রেম মাধুরী?
৩২৯।
তোমার রূপের সেই সে যাদু নতুন করে জাগলো বুকে,
রূপ-মাধুরী উথলে উঠে সাতটি হ্রদের বন্যা ছোটে!
মৌনী রূপেই চঞ্চলা মন উঠলো ফুটে ফাগুন ফুলে!
এসো আবার কাব্য করি, ভাসাই তরী, অতীত ভুলে।
৩৩০।
অসীম আকাশ অথৈ সাগর সব ছেপেছে তোমার কায়া!
চন্দ্রসম রূপের জ্যোতি, মেঘের ছায়ায় তোমার মায়া!
রূপ-সুধা ঐ সীমায় বাঁধে এমন সাহস কাহার বুকে?
তৃষ্ণা জাগাও সকল প্রাণে, ঝর্ণা ঝরাও আমার সুখে!
-------------------------------------------------------------------
রচনাতারিখ: ২০ই ফেব্রুয়ারী, ২০২০ সাল
সময়: সন্ধ্যা ০৭টা ৫৯মিনিট
Rubai 326, 327, 328, 329, 330
---------------------------------- Ramit Azad
০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৮
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা ভাই।
০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৮
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: চমৎকার।
প্রানবন্ত।