নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

খোঁপায় দিলাম গুজে

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৫



খোঁপায় দিলাম গুজে
--------------- রমিত আজাদ

আমি আমার গল্প লিখি, কাব্য লিখি কূয়াশায়!
ধুম্র আভা বৃষ্টিবিলাস কুহেলিকার হৃৎ ভাষায়।
কাটছে বেলা, অভ্রভেলা বইছে বায়ে স্নিগ্ধতায়,
উঠছে ফুটে ছবির পটে তুলির টানে হৃদ্যতায়!

ফাল্গুনী ফুল রঙ ছড়িয়ে প্রহেলিকায় বৈকালী,
মন মাতানো ফুলের শোভা খুশবু ছড়ায় চৈতালী।
রৌদ্রবিলাস রাশি রাশি বাজায় বাঁশি মন-রাখালী,
প্রেম-ভিখারির হিয়ায় জাগে কুমুদীনীর বৈশালী।

ঝুমকোলতায় অঞ্জলী তার, সোহাগ ঢালে নির্ঝরী,
তারায় তারায় জোনাক জ্বালায় পূর্ণতিথির শর্বরী।
দুঃখবিলাস আজকে ভোল, অশ্রু রুখো ভুল বুঝে,
নিজ হাতে ফোটানো ফুল তব খোঁপায় দেব গুজে।
------------------------------------------------------------

রচনাতারিখ: ০৮ই মার্চ, ২০২০ সাল (বিশ্ব নারী দিবস)
সময়: দুপুর ১২টা ৩১ মিনিট


(ছবি আকাশজাল থেকে নেয়া)



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা।

২| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।

৩| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৯

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।

৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৬

খাঁজা বাবা বলেছেন: অসাধারন লেখা

৫| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

সাগর শরীফ বলেছেন: সুন্দর! ভালবাসা রইল..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.